For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যগুলিকে দুঃস্থদের আরও বেশি করে রেশন কার্ড দিতে বলল কেন্দ্র

রাজ্যগুলিকে দুঃস্থদের আরও বেশি করে রেশন কার্ড দিতে বলল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

দেশে রেশকার্ড রয়েছে এরকম নাগরিকদের এক তৃতীয়াংশকে মে মাস থেকে ফ্রিতে খাদ্যশস্য দেওয়া শুরু করেছে কেন্দ্র। লকডাউনে কাজ হারিয়েছেন প্রচুর মানুষ। আয় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এরকম মানুষের সংখ্যাটাও কম নয়। স্বাভাবিক ভাবেই আরও বেশি করে গরীব মানুষদের রেশন প্রকল্পের মধ্যে নিয়ে আসার জন্য রাজ্য গুলিকে অনুরোধ জানিয়েছে কেন্দ্র৷

রাজ্যগুলিকে দুঃস্থদের আরও বেশি করে রেশন কার্ড দিতে বলল কেন্দ্র

বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে খাদ্য সচিব শুধাংশু পান্ডে বলেন পরিযায়ী শ্রমিক ও দুঃস্থদের রেশন কার্ড ছাড়ায় খাবার দেওয়ার ব্যাপারে শেষ সিদ্ধান্ত রাজ্যগুলিকেই নিতে হবে৷ তিনি আরও জানান জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রায় ৭৯.২৫ কোটি মানুষ রয়েছেন। যার মধ্য ৫৫ কোটি মানুষ 'প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনা'র আওতায় ইতিমধ্যেই তাদের ৫ কেজি ফ্রি খাদ্যশস্য পেয়ে গেছেন৷ যদিও প্রায় ৩০ শতাংশ মানুষ এই সুবিধা পাননি৷ কিন্তু কেন এরকম হল? খাদ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ, গোয়ার এখনও মে মাসের ফ্রি কোটার খাদ্যশস্যেরই বন্টন শুরু করেনি।

বুধবার কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে সংবাদমাধ্যম, এনজিও ও বিভিন্ন সামাজিক সংগঠনের রিপোর্ট অনুসারে দেশের মধ্যে সবচেয়ে খাদ্যকষ্টে ভোগেন গৃহহীন, কাগজকুড়ানিরা। এদের রেশন কার্ড করানোর ব্যবস্থা অতি দ্রুত করতে হবে৷ ২০১৩ খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিশেষ প্রকল্পের মাধ্যমে এই সমস্ত মানুষদের রেশন কার্ড দিতে হবে৷

রাজ্যে ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, কী ঘোষণা করল স্বাস্থ্যদফতররাজ্যে ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, কী ঘোষণা করল স্বাস্থ্যদফতর

কেন্দ্রের তরফে আরও বলা হয় গৃহহীন, দিনমজুরদের ডকুমেন্ট না থাকায় ২০১৩ খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনা যায়নি। তবে এবার এঁদের 'বিশেষ ক্ষেত্র' হিসেবে চিহ্নিত করে প্রতিদিনের খাবারের নিশ্চয়তা দেওয়া হবে৷ এই বিষয়ে সহযোগিতার জন্য সমস্ত রাজ্যগুলিকে এগিয়ে আসতে বলেছে কেন্দ্র৷ মোদী সরকারের তরফে জানানো হয়েছে 'প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা'র মধ্যে ৮ কোটি মানুষ ফ্রি-তে ৫ কেজি খাদ্যশস্য পান৷ এবার ডকুমেন্টের ঝামেলা সরিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এরকম মানুষের কাছে খাবার পৌঁছে দিতে চাইছে মোদী সরকার৷ এ বিষয়ে চিঠিতে রাজ্যগুলিকে নির্দেশও দিয়েছে কেন্দ্র।

English summary
Centre focuse on more ration card for the vulnerable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X