For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁথি নিয়ে রিপোর্ট তলব মোদী সরকারের! পাল্টা নালিশ মমতার

কাঁথি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী, ২৪ ঘন্টার মধ্যে এই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কাঁথি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী, ২৪ ঘন্টার মধ্যে এই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। কী ভাবে ঘটনা ঘটল, কারা জড়িত, কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিষয়টি নিয়ে রাজনাথকে পাল্টা নালিশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কাঁথি নিয়ে রিপোর্ট তলব মোদী সরকারের! পাল্টা নালিশ মমতার

কাঁথিতে অমিত শাহের সভা শেষে প্রথমে তৃণমূলের অফিসে হামলার অভিযোগ। এরপর সভায় আসা বিজেপির কর্মী-সমর্থকদের ৫০ টির বেশি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আড়াই ঘন্টার বেশি আটকে পড়ে রাস্তা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলেন, পার্টি অফিসে আগুন লাগানো হলে তারা কী রসগোল্লা ছুঁড়বেন। বিজেপি নেতা সায়ন্ত্বন বসু বাসে মহিলাদের ওপর হামলার অভিযোগ করেছেন।

[আরও পড়ুন:লোকসভা ভোটের ফলের দিনেই মমতার সরকার খাল্লাস! কী ভাবে জানালেন অমিত][আরও পড়ুন:লোকসভা ভোটের ফলের দিনেই মমতার সরকার খাল্লাস! কী ভাবে জানালেন অমিত]

এদিকে বিষয়টি নিয়ে জানতে এদিন সন্ধেয় মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন রাজনাথ সিং। সেসময় পাল্টা নালিশ করেন মমতা। সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনাথ সিংকে বলেছেন দলের কর্মীদের সামলানোর জন্য়।

[আরও পড়ুন: 'মার্ডার অফ ডেমোক্রাসি', মমতাকে 'তালিবান' আখ্যা দিয়ে তোপ বিজেপি-র ][আরও পড়ুন: 'মার্ডার অফ ডেমোক্রাসি', মমতাকে 'তালিবান' আখ্যা দিয়ে তোপ বিজেপি-র ]

[আরও পড়ুন: কাঁথির সভায় তথ্য বিকৃতির অভিযোগ! অমিত শাহকে নোটিস তৃণমূলের][আরও পড়ুন: কাঁথির সভায় তথ্য বিকৃতির অভিযোগ! অমিত শাহকে নোটিস তৃণমূলের]

English summary
Centre demands report on Contai clash after Amit Shah's meeting. Violence has erupted on returning people from Amit Shah's rally. Bus, Motor Bike has been vandalised,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X