For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষপূর্তিতে জিএসটি দিবস উদযাপন করছে কেন্দ্র, দেখুন

জিএসটি পরিকল্পনা বাস্তবায়নের এক বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকার আজকের দিনটি জিএসটি দিবস হিসেবে উদযাপন করছে।

Google Oneindia Bengali News

রবিবার জিএসটি চালুর এক বছর সম্পূর্ণ হল। দিনটিকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকার এদিন আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে জিএসটি দিবস পালন করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বক্তব্য জিএসটি ব্যবস্থা সহযোগিতামূলক ফেডেরালিশম-এর মানসিকতার প্রতি যথাযথ নিবেদন।

অর্থ মন্ত্রক আরও জানিয়েছে, জিএসটির প্রথম বছরটি ছিল যথেষ্ট চ্যালেঞ্জের। এর বাস্তবায়নে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। সেই সঙ্গে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলায় নীতিনির্ধারকদের এবং কর প্রশাসকদের ইচ্ছার এবং ক্ষমতার জন্য উন্মেষ ঘটানোটাও যথেষ্ট চ্য়ালেঞ্জিং ছিল। বেলা ১১ টা থেকে শুরু হচ্ছে জিএসটি উদযাপন। আসুন দেখে নেওয়া যাক সারা দেশে জিএসটি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা কি বলছেন, কীভাবেই বা সারা দেশে পালিত হচ্ছে জিএসটি দিবস।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটির বর্ষপূর্তিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

বৃদ্ধি, সরলতা এবং স্বচ্ছতা

প্রধানমন্ত্রী বলেন জিএসটি দেশের অর্থনীতিতেবৃদ্ধি, সরলতা এবং স্বচ্ছতা এনেছে। এরফলে ব্যবসা করা সহজততর হয়েছে।

ইনস্পেক্টর-রাজ থেকে তথ্যপ্রযুক্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বক্তব্য জিএসটি চালু হওয়ায় রিটার্ন থেকে রিফান্ড সবই এখন অনলাইনে করা যাচ্ছে। ভারত ইনস্পেক্টর-রাজ থেকে তথ্য প্রযুক্তির দিকে ঝুঁকছে।

'গেম চেঞ্জিং'

কেন্দ্রীয় প্রেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য জিএসটি ভারতের কর ব্যবস্থায় 'গেম চেঞ্জিং' সংস্কার এনেছে।

সবচেয়ে রূপান্তরমূলক কর সংস্কার

জিএসটি-র বর্ষপূর্তিতে রেল ও কয়লা মন্ত্রী পিযুষ গোয়াল বলেন এটি ভারতেরসবচেয়ে রূপান্তরমূলক কর সংস্কার।

ক্ষুদ্র ও কুটীর শিল্প, কৃষকদের জন্য বিপুল সুযোগ

শিল্প ও বানিজ্য ও ইসামরিক বিমান চলাচল মন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, জিএসটির ফলে যে ১ বাজার তৈরি হয়েছে তাক্ষুদ্র ও কুটীর শিল্প ও কৃষকদের জন্য বিপুল সুযোগ সৃষ্টি করেছে।

অর্থমন্ত্রীর শুভেচ্ছা

জিএসটির একবছর পূর্ণ হওয়ার দিনটিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঐতিহাসিক দিন বলে চিহ্নিত করেছেন। দেশবাসী ও সরকারি আধিকারিক-কর্মীদের তিনি এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন।

ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুযোগ বৃদ্ধি

দিনটিকে স্মরণ করেছেন কেন্দ্রীয় সড়ক, জাহাজ ও জলসম্পদ মন্ত্রী নীতিন গড়কড়িও। সঙ্গে একটি পোস্টার পোস্ট করেছেন, যাতে বলা হয়েছে জিএসটিছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুযোগ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

জিএসটির জন্য দৌড়

লখনৌতে সেন্ট্রাল এক্সাইজ অফিস দিনটি পালন করছে এক বিশেষ দৌড় আয়োজনের মাধ্যমে।

জিএসটি ম্যারাথন

জিএসটি ম্যারাথনের আয়োজন করেছে সিজিএসটি মিরাট

এক বছরের জিএসটি যাত্রা

গত একবছরের জিএসটির যাত্রা গ্রাফের মাধ্যমে তুলে ধরল জিএসটি-টেক

জিএসটির সাজ

রাজ্যে রাজ্যে সিজিএসটি অফিসগুলি জিএসটি দিবস উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে

জিএসটি দিবস পালন

আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে চলছে জিএসটি দিবসের অনুষ্ঠান

English summary
On the completion of one year of the rolling out of the GST plan, the government is to celebrate GST Day today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X