For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন নয়, করোনাকালে কেন্দ্রের তরফে রাজ্যগুলির জন্য এল বড় নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

করোনার বাড় বাড়ন্তের মধ্যে যখন ক্রমাগত দেশ লকডাউনের আশঙ্কায় ভুগছে, তখন নতুন করে কেন্দ্রের তরফে গাইডলাইন প্রকাশ্যে এল। নয়া নির্দেশিকায় সমস্ত রাজ্যকে কন্টেইনমেন্ট জোন নিয়ে বড় নির্দেশ দিয়েছে কেন্দ্র।

 কন্টেইনমেন্ট জোন নিয়ে নির্দেশ

কন্টেইনমেন্ট জোন নিয়ে নির্দেশ

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেভাবে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, তাতে সমস্ত রাজ্য যেন কড়াভাবে এই কোভিড গাইডলাইন মেনে চলে। ফলে রাজ্যের সমস্ত জেলায় যেখানে কোভিডের আক্রমণ বেশি, সেখানে যেন কন্টেইনমেন্ট জোনের বন্দোবস্ত কড়া হয়। প্রসঙ্গত, কেন্দ্রের তরফে যে নির্দেশিকা রয়েছে , তাতে লকডাউনের কথা কোথাও বলা হয়নি। সেক্ষেত্রে দেশজুড়ে যে লকডাউনের উদ্বেগ রয়েছে, তা খানিকটা কমতির দিকে।

 কীভাবে লাগু হবে?

কীভাবে লাগু হবে?

রাজ্যের বিভিন্ন জায়গায় কোভিডের পরিস্থিতির বিচারে এই কন্টেইনমেন্ট জোন লাগু হবে। পরিস্থিতি বিবেচনা করে ৩১ মের মধ্যে কড়াভাবে এই কন্টেইনমেন্ট জোন লাগুর বিষয়ে বার্তা দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে ২০০৫ ডিজাসস্টার ম্যানেজমেন্টের যে ধারা রয়েছে, তার আওতায় এই নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

 অক্সিজেন নিয়ে বার্তা

অক্সিজেন নিয়ে বার্তা

এছাড়াও রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে আইসিইউ বেড, ভেন্টিলেটর, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সাপোর্ট বেড সমস্ত কিছু নিয়ে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মেক শিফ্ট হাসপাতাল তৈরির জন্যও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশ জুড়ে যখন কোভিডের প্রভূত বাড় বাড়ন্ত দেখা গিয়েছে, তখনই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যের প্রতি এই ফ্রেশ গাইডলাইন এসেছে।

কোন কোন জেলাকে চিহ্নিতকরণ?

কোন কোন জেলাকে চিহ্নিতকরণ?

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে বলা হয়েছে, যে সমস্ত জেলায় কোভিডর পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। বা হাসপাতালগুলিতে বেডের সংখ্যা ৬০ এর বেশি, সেই জেলাগুলির ওপর বিশেষ নজর দিতে হবে।গত সপ্তাহের হিসাব ধরে এমন ব্যবস্থাপনা নিতে হবে। উপরোক্ত পরিস্থিতি যে জেলায় থাকবে সেখানে লোকাল কন্টেইনমেন্ট জোন বা ইন্টেনসিভ কন্টেইনমেন্ট জোন নিতে হবে।

English summary
Centre asks all states to Implement Containment Measures Till May 31
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X