For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ কেন্দ্রের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কল্যাণ সিং
নয়াদিল্লি, ২৬ অগস্ট: চারটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করল কেন্দ্র। এই রাজ্যগুলি হল রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক ও গোয়া। এই নিয়োগে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, রাজস্থানের রাজ্যপাল হলেন কল্যাণ সিং। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হবেন, এমনটা শোনা গিয়েছিল আগে। শেষ পর্যন্ত কেশরীনাথ ত্রিপাঠীকে বাংলার রাজ্যপাল করে পাঠায় কেন্দ্র। আর বিজেপি শাসিত রাজস্থানে দলের কট্টর নেতা কল্যাণ সিংকে রাজ্যপাল করে পাঠাল মোদী সরকার।

মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছেন সি বিদ্যাসাগর রাও। ইনি অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার সদস্য ছিলেন। প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়ণকে মিজোরামে বদলি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে ইস্তফা দেন। ফলে ওই রাজ্যে রাজ্যপালের পদ খালি হয়েছিল। সেই শূন্যস্থান পূরণে আসছেন বিদ্যাসাগর রাও।

কর্নাটকের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে বাজুভাই বালাকে। এখন বাজুভাই বালা গুজরাত বিধানসভার স্পিকার। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই ব্যক্তিকে কৌশলগত কারণে কংগ্রেস শাসিত কর্নাটকে পাঠানো হচ্ছে।

গোয়ার রাজ্যপাল হলেন মৃদুলা সিং। তিনি বিজেপি মহিলা মোর্চার সভাপতি। তিনিও নরেন্দ্র মোদীর একান্ত অনুগত বলে পরিচিত।

এদিকে, মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন দিল্লির প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী তথা কেরলের রাজ্যপাল শীলা দীক্ষিত। সেখানেও খুব শীঘ্র নতুন কাউকে রাজ্যপাল করে পাঠাবে কেন্দ্র।

English summary
Centre appoints governors for four states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X