For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণের প্রবাহ রুখতে রাজ্যগুলিকে এবার বিশেষ নির্দেশ কেন্দ্রের

Google Oneindia Bengali News

দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে ৯০ লক্ষের গণ্ডি৷ এরই মধ্যে ফের এদিন দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতি রাজ্যগুলিকে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র। এদিন এই সংক্রান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা পাঠানো হয় সব রাজ্যগুলিকে।

টীকা বণ্টন নিয়ে বৈঠক

টীকা বণ্টন নিয়ে বৈঠক

এদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি ও জনসাধারণে তা বণ্টন নিয়ে প্রথম সারির আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনা ভ্যাকসিন বানাতে ভারতের পরিকল্পনা ও সাধারণ মানুষের কাছে তা কীভাবে পৌঁছানো হবে, তা নিয়ে গতকাল নীতি আয়োগের কেন্দ্রীয় দলের সঙ্গে বৈঠক করেন তিনি৷

যা সব নিয়ে আলোচনা হয় বৈঠকে

যা সব নিয়ে আলোচনা হয় বৈঠকে

পরে প্রধানমন্ত্রী টুইট করে লেখেনন, 'ভারতের ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা ও কীভাবে তা বণ্টন করা হবে তার পর্যালোচনা বৈঠক হল৷ ভ্যাকসিন তৈরির অগ্রগতি, প্রয়োজনীয় ছাড়পত্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷' এদিকে এছাড়া আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ যেমন- ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে, স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার, কোল্ড-চেন পরিকাঠামোর উন্নতি, টীকা প্রয়োগকারীর সংখ্যা বৃদ্ধি ও প্রযুক্তির সাহায্য নেওয়া ইত্যাদি৷

ভারতে পাঁচটি ভ্যাকসিন অ্যাডভান্স স্টেজে আছে

ভারতে পাঁচটি ভ্যাকসিন অ্যাডভান্স স্টেজে আছে

একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা করোনা ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত৷ প্রতিষেধক বাজারে আনার বিষয়ে বেশ কয়েকটি সংস্থা শেষ ধাপে থাকার দাবি করেছে৷ এক বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, 'ভারতে পাঁচটি ভ্যাকসিন অ্যাডভান্স স্টেজে আছে৷ তার মধ্যে চারটি ফেজ দ্বিতীয় /তৃতীয় ধাপে আছে ও একটি প্রথম/দ্বিতীয় ধাপে আছে৷ বাংলাদেশ, মায়ানমার, কাতার, ভুটান, সুইৎজারল্যান্ড, বাহারিন, অস্ট্রিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ ভারতের ভ্যাকসিন তৈরিতে অংশীদারিত্ব করতে আগ্রহী৷'

<strong>চাণক্য চালে কুপোকাত প্রশান্ত কিশোর? তামিল রাজনীতিতে গেরুয়া রেখা আঁকলেন অমিত শাহ</strong>চাণক্য চালে কুপোকাত প্রশান্ত কিশোর? তামিল রাজনীতিতে গেরুয়া রেখা আঁকলেন অমিত শাহ

English summary
Centre advised states to ramp up testing as part of measures to keep Covid-19 cases in check
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X