For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় রাজ্যের আয়ুশ হাসপাতালও, কেন্দ্রের চিঠিতে শুরু তৎপরতা

করোনা মোকাবিলায় রাজ্যের আয়ুশ হাসপাতালও, কেন্দ্রের চিঠিতে শুরু তৎপরতা

  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় রাজ্যের আয়ুশ হাসপাতালগুলিকে ব্যবহারের পরামর্শ দিল কেন্দ্র। সোমবার দেশের সমস্ত আয়ুশ হাসপাতালকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সচিব রাজেশ কোটেচা। তাঁর চিঠি এসেছে রাজ্যের আয়ুশ হাসপাতালগুলিতেও। এই চিঠি আসার পরই তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজ্যের আয়ুশ হাসপাতালগুলির মধ্যে।

করোনা মোকাবিলায় রাজ্যের আয়ুশ হাসপাতালও, কেন্দ্রের চিঠিতে শুরু তৎপরতা

করোনা মোকাবিলায় আয়ুশ হাসপাতালগুলিকেও ব্যবহার করার প্রস্তুতি নিল কেন্দ্র। সোমবারই দেশের সব আয়ুশ হাসপাতালকে চিঠি লিখে সেই কথাই জানিয়ে দিল কেন্দ্রীয় আয়ুশ সচিব রাজেশ কোটেচা। রাজ্যের মোট ১৬টি আয়ুশ হাসপাতালকে তৈরি রাখতে বলেছে কেন্দ্র।

রাজ্যে আয়ুশ হাসপাতালগুলির মধ্যে পড়ছে সরকারি চারটি হোমিওপ্যাথি হাসপাতাল, তিনটি আয়ুর্বেদ হাসপাতাল, বেসরকারি হোমিওপ্যাথি হাসপাতল সাতটি ও আয়ুর্বেদ হাসপাতাল দুটি। এছাড়া বেসরকারি উদ্যোগে চলা একটি ইউনানি হাসপাতালও রয়েছে। বলা হয়েছে, কার কত শয্যা, কত ডাক্তার, কত নার্স, কতজন স্বাস্থ্যকর্মী তার তালিকা পাঠাতে বলা হয়েছে।

কেন্দ্রের আয়ুশ সচিব জানিয়েছেন, সমস্ত রিপোর্ট নিয়েই ব্লু-প্রিন্ট তৈরি করা হবে। এই চিঠির পর রাজ্যের আয়ুশ হাসপাতালগুলি তালিকা তৈরি করে প্রস্তুতি নিচ্ছে। তাঁরা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখে এই যুদ্ধে সামল হলে লড়াইয়ের বার্তা দিয়ে রেখেছে বলেও জানান।

রাজ্যের ১৬টি আয়ুশ হাসপাতালে মোট দু-হাজার শয্যা রয়েছে। করোনা সংক্রমণ যেভাবে দ্রুত গতিতে ছড়াচ্ছে সেখানে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতীয় চিকিৎশাস্ত্রে আয়ুর্বেদের পাঁচ হাজার বছরের গবেষণা রয়েছে। তাই আয়ু্র্বেদ এই করোনা মোকাবিলায় সামিল হলে উপকৃতই হবেন রোগীরা।

English summary
Central writes letter to Ayush Hospital of States for treatment of Corona epidemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X