For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩রা মে-র পরেও রেড জোন গুলিতে লকডাউন বহাল রাখার পরমর্শ কেন্দ্রীয় টাস্ক ফোর্সের

৩রা মে-র পড়েও রেড জোন গুলিতে লকডাউন বহাল রাখার পরমর্শ কেন্দ্রীয় টাস্ক ফোর্সের

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩রা মে। কিন্তু এখনও পর্যন্ত দেশে করোনা সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি, উত্তরোত্তর বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এমনকি, দেশে করোনার জেরে মৃতের সংখ্যাও প্রায় ৬০০ ছুঁইছুঁই। তাই লকডাউন উঠলে এই সংক্রমণ আরও বাড়তে পারে ভেবেই আপাতত রেড-জোন গুলিতে ৩রা মে-র পরেও লকডাউন বহাল রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় টাস্ক ফোর্স।

হটস্পট এলাকায় জারি থাকবে লকডাউন

হটস্পট এলাকায় জারি থাকবে লকডাউন

এখনও পর্যন্ত গোটা দেশে, ২০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৭০ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এইসমস্ত অঞ্চলের বাসীন্দারা লকডাউন ভাঙলেই থেকে যাচ্ছে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি। এই জেলা গুলি বাদেও আরও ৪৭ টি জেলা চিহ্নিত করে প্রায় ২০০ টির বেশি জেলাতে বহাল থাকবে লকডাউন।

একটি মাত্র করোনা পজেটিভের নজির থাকলেও সেই অঞ্চলে অব্যাহত থাকবে বিশেষ সতর্কতা

একটি মাত্র করোনা পজেটিভের নজির থাকলেও সেই অঞ্চলে অব্যাহত থাকবে বিশেষ সতর্কতা

এছাড়াও, টাস্কফোর্সের পরামর্শ অনুযায়ী কোনোও অঞ্চলে যদি একটি মাত্র ও করোনা পজেটিভের নিজির থাকে তবে সেখানেও অব্যাহত থাকবে বিশেষ সতর্কতা। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব এবং এড়িয়ে চলতে হবে যেকোনো ধরনের জমায়েত।

রেডজোন গুলিতে চলবে বিশেষ নজরদারি

রেডজোন গুলিতে চলবে বিশেষ নজরদারি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সম্পাদক প্রীতি সুদান রাজ্যগুলিকে একটি চিঠির মারফত জানান, রেডজোন গুলিতে যদি ১৪ দিনে কোনো নতুন কেস ধরা না পড়ে তবে তা অরেঞ্জ জোন এবং ২৮ দিনে কোনো কেস ধরা না পড়লে সেই অঞ্চলকে গ্রীণজোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড অঞ্চল বাদেও আগামী বেশ কিছুদিন গোটা দেশেই জারি থাকবে আগাম সতর্কতা।

English summary
central task force advises to maintain lockdown in red zones even after may 3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X