For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনমোহনের আমলে শান্ত ছিল কাশ্মীর! পুলওয়ামা-কাণ্ডে মন্তব্য মোদী সরকারের মন্ত্রীর

পুলওয়ামা-কাণ্ডের পর চাঞ্চল্যকর বয়ান দিলেন মোদী সরকারের বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। তিনি যা বললেন, তাতে লোকসভা ভোটের আগে ঘুম ছুটবে মোদী সরকারের।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা-কাণ্ডের পর চাঞ্চল্যকর বয়ান দিলেন মোদী সরকারের বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। তিনি যা বললেন, তাতে লোকসভা ভোটের আগে ঘুম ছুটবে মোদী সরকারের। বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ইউপিএ জমানায় অনেক শান্ত ছিল কাশ্মীর। তাঁর কথায় ইউপিএ জমানার থেকে বর্তমানে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর। এর কারণও ব্যাখ্যা করেন তিনি।

ইউপিএ আমলে শান্ত কাশ্মীর

ভিকে সিংয়ের কথায়, ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত শান্ত ছিল কাশ্মীর। ২০১২ সালের পর থেকেই কাশ্মীর অশান্ত হতে শুরু করে। উল্লেখ্য, তিনি যে সময়ের কথা বলছেন, সেই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। অর্থাথ কংগ্রেসি প্রধানমন্ত্রীর আমলে কাশ্মীরের শান্ত ছিল বলেই তাঁর ব্যাখ্যা।

একটা ঘটনা মানেই অশান্ত নয়

তিনি বলেন একটা এনকাউন্ডারে তিন জন সেনা জওয়ান মারা যাওয়া মানেই কাশ্মীর অশান্ত, তা ঠিক নয়। একটা ঘটনার উপর কখনও নির্ভর করে না এলাকা শান্ত আছে, নাকি অশান্ত আছে। সেদিক দিয়ে বিচার করে দেখলে ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত কাশ্মীর অপেক্ষাকৃত শান্ত ছিল বলে তাঁরা ব্যাখ্যা।

কাশ্মীর সমস্যা খুব জটিল

কাশ্মীর সমস্যা খুব জটিল

তিনি আরও বলেন, কাশ্মীর সমস্যা খুব জটিল। এই উপত্যকায় প্রক্সি ওয়াল চলতে থাকে। তাই এ ব্যাপারে আগে থেকে কাজ করা উচিত। কাশ্মীর নীতির সাফল্য বা ব্যর্থতা শুধু একটা ঘটনার উপর নির্ভর করে না। এর পিছনে অনেক কারণ থাকে, সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করে।

বদলা নেবেই ভারত

বদলা নেবেই ভারত

এদিন তিনি আরও বলেন, পুলওয়ামায় যে জঙ্গি হামলা হয়েছে, তার বদলা নেবেই ভারত। তাঁর কথায়, তাড়াহুড়ো নয়। ঠান্ডা মাথায় পুলওয়ামা-কাণ্ডের বদলা নিতে হবে। ভারত এমন একটা দেশ, কখনও কোনও দেশের উপর আক্রমণ করে না, এবারও করবে না। তবে অন্য কেউ হামলা করলে, ভারত ছেড়ে কথা বলবে না।

English summary
Central Minister V K Singh commrnts Kashmir is peaceful during UPA government. He says Kashmir is peaceful during 2005 to 2012 when Prime Ministet was Manmohan Singh,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X