For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোরখা পরে দেদার ছাপ্পা! যোগীর রাজ্যে পুনরায় ভোটের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

বোরখা পরা মহিলারা দেদার ছাপ্পা ভোট দিচ্ছেন। বিজেপি প্রার্থীর এই অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক ছড়াল উত্তরপ্রদেশের মুজফফরনগরে।

  • |
Google Oneindia Bengali News

বোরখা পরা মহিলারা দেদার ছাপ্পা ভোট দিচ্ছেন। বিজেপি প্রার্থীর এই অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক ছড়াল উত্তরপ্রদেশের মুজফফরনগরে। এই কেন্দ্র থেকে সঞ্জীব বলওয়ান শুধু বিজেপি প্রার্থীই নন, তিনি বিদায়ী মন্ত্রিসভার মন্ত্রীও বটে। মুজফফরনগরে সঞ্জীব বলওয়ানের বিরুদ্ধে মহাজোটের প্রার্থী আরএলডির অজিত সিং।

বিজেপি প্রার্থীর অভিযোগ

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বোরখার নিচে থাকা মহিলাদের মুখ পরীক্ষা করা হচ্ছে না। ফলে সেখানে দেদার ছাপ্পা ভোট পড়ছে। যদি বিষয়টি দেখা না হয়, তাহলে তিনি পুনরায় ভোটের দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

মুজফফরনগর আসনটি হল উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে একটি। এই কেন্দ্রে জাঠ ও মুসলিমদের প্রাধান্য রয়েছে। ১৩.৫৩ লক্ষ লোকসংখ্যার মধ্যে জাঠদের সংখ্যা ২.৫ লক্ষ এবং মুসলিমদের সংখ্যা ৫.২ লক্ষ।

২০১৪-র হিসেব

২০১৪-র হিসেব

২০১৪-র নির্বাচনে বিজেপির সঞ্জীব বলওয়ান তাঁর নিকটতম প্রার্থী বিএসপির খাদির রানাকে প্রায় ৪ লক্ষ ভোটে পরাজিত করেছিলেন। সমাজবাদী পার্টির প্রার্থী বীরেন্দর সিং পেয়েছিলেন ১.৬ লক্ষ ভোট। প্রার্থী ছিল কংগ্রেসেরও। পঙ্কজ আগরওয়াল চতুর্থ হয়েছিলেন।

[আরও পড়ুন:রেকর্ড সংখ্যায় ভোটের আবেদন মোদীর! ভোট ভারতের আত্মার জন্য, বললেন রাহুল][আরও পড়ুন:রেকর্ড সংখ্যায় ভোটের আবেদন মোদীর! ভোট ভারতের আত্মার জন্য, বললেন রাহুল]

২০১৯-এর লড়াই

২০১৯-এর লড়াই

এবারের লড়াইটা বিজেপি প্রার্থীর পক্ষে বেশ কঠিন। কেননা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলওয়ানের বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন বিএসপি-এসপি-আরএলডির সম্মিলিত প্রার্থী। কংগ্রেস এই আসন থেকে কাউকেই প্রার্থী করেনি। মুজফফরনগর উত্তরপ্রদেশের সাতটি কেন্দ্রের মধ্যে একটি যে কেন্দ্র কংগ্রেস মহাজোটের জন্য ছেড়ে রেখেছে।

[আরও পড়ুন:রোগী ও রোগীর পরিবারের ভোট চাই! উপায় বাতলে দিলেন তৃণমূলের মন্ত্রী নির্মল মাঝি][আরও পড়ুন:রোগী ও রোগীর পরিবারের ভোট চাই! উপায় বাতলে দিলেন তৃণমূলের মন্ত্রী নির্মল মাঝি]

English summary
Central Minister Sanjeev Balyan alleges fake voting by women clad in burqas in Muzaffarnagar, demands repoll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X