For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল আর পাপ্পু নন, বলছেন মোদী মন্ত্রিসভার সদস্যই, ৩ রাজ্য-জয়ের পর সু-পরামর্শ

রাহুল গান্ধী আর পাপ্পু নন। সাফ জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেন, রাহুল গান্ধী আর পাপ্পু নন।

  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধী আর পাপ্পু নন। সাফ জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেন, রাহুল গান্ধী আর পাপ্পু নন। রাজনীতিতে সাফল্য এসেছে, এবার তাঁর উচিত পাপ্পু থেকে পাপা হওয়া। এবার বিয়ে করে চিরকুমার নাম ঘুচিয়ে ফেলুন রাহুল গান্ধী, এমনই পরামর্শ কেন্দ্রীয়মন্ত্রীর।

রাহুল আর পাপ্পু নন, বলছেন মোদী মন্ত্রিসভার সদস্যই, ৩ রাজ্য-জয়ের পর সু-পরামর্শ

সম্প্রতি গো-বলয়ের তিন রাজ্যে সাফল্য পেয়েছেন রাহুল গান্ধী। বিজেপিকে পর্যুদস্ত করে তিন রাজ্যে সরকার গঠন করেছে কংগ্রেস। তারপর রাহুল গান্ধীকে প্রশংসার ভরিয়ে দিয়েছে রাজনৈতিক মহল। মোদীর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জয় পাওয়ার পরই এনডিএ মন্ত্রিসভার সদস্যের কাছ থেকেও এল পরামর্শ।

[আরও পড়ুন; কুকুরের মতো ছুটবেন তৃণমূল নেতারা! কর্মীদের হাতে বাঁশ নিয়ে তৈরি থাকার পরামর্শ দিলীপের ][আরও পড়ুন; কুকুরের মতো ছুটবেন তৃণমূল নেতারা! কর্মীদের হাতে বাঁশ নিয়ে তৈরি থাকার পরামর্শ দিলীপের ]

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, রাহুল জাতীয় স্তরের নেতার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। রাজনৈতিক জীবনে অধরা সাফল্য ধরা দিয়েচে এতদিন পর। রামদাস আটাওয়ালে এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক জীবনে সাফল্য আসার পরও কেন ব্যক্তিগত জীবনে অসুখী রাহুল। এবার তো বিয়ে করে সুখী হন।

[আরও পড়ুন; মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের, বাঁচল মধ্যপ্রদেশের কৃষকরা ][আরও পড়ুন; মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের, বাঁচল মধ্যপ্রদেশের কৃষকরা ]

চিরকুমার রাহুলকে একদিন আগেই প্রধানমন্ত্রী বেছেছেন ডিএমকের সভাপতি এম কে স্ট্যালিন। যদিও তা নিয়ে জোট-শরিকদের অনেকেই ভিন্নমত পোষণ করেছেন। তবে রাহুলকে এই অবস্থায় বিয়ে করে সংসার করার পরামর্শ দিয়েছেন আটাওয়ালে, যা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

English summary
Central Minister Ramdas Atawale gives advice to Rahul Gandhi to marriage. He says Rahul Gandhi is not pappu, he to be papa,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X