For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতি হল ক্রিকেটের মতো! মহারাষ্ট্র নিয়ে জল্পনা বাড়ালেন নীতীন গডকরি

মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে মন্তব্য করতে অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। অনুমান করে ক্রিকেটের মতো অত্যাশিত কিছু বলবেন না তিনি।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে মন্তব্য করতে অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। অনুমান করে ক্রিকেটের মতো অত্যাশিত কিছু বলবেন না তিনি। তিনি বলেছেন, ক্রিকেটের মতোই রাজনীতিতেও অনেক কিছুই ঘটতে পারে। অনেক সময়তেই কেউ মনে করতে পারে খেলায় হারতে চলেছেন তিনি। কিন্তু ফল গিয়ে দাঁড়ায় একেবারে বিপরীতে। একইসঙ্গে তিনি বলেছেন, মহারাষ্ট্রের থেকে দিল্লিতেই তিনি মনোনিবেশ করতে চান।

 'রাজনীতি হল ক্রিকেটের মতো'

'রাজনীতি হল ক্রিকেটের মতো'

রাজনীতি হল ক্রিকেটের মতো। ক্রিকেটের মতোই রাজনীতিতেও অনেক কিছুই ঘটতে পারে। অনেক সময়তেই কেউ মনে করতে পারে খেলায় হারতে চলেছেন তিনি। কিন্তু ফল গিয়ে দাঁড়ায় একেবারে বিপরীতে। মন্তব্য করেছেন মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা নীতীন গডকরি।

 রাষ্ট্রপতি শাসন জারির পর প্রথমবার মহারাষ্ট্রে

রাষ্ট্রপতি শাসন জারির পর প্রথমবার মহারাষ্ট্রে

মঙ্গলবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। তারপরেই প্রথমবার রাজ্যে গিয়েছেন গড়করি। বিজেপি ও শিবসেনার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দড়ি টানাটানির পর মহারাষ্ট্রের রাজনৈতিক চিত্রটাই বদলে যায়। পরবর্তী পরিস্থিতিতে শিবসেনা মহারাষ্ট্রে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোট তৈরির চেষ্টা করছে।

'সরকার পরিবর্তনে কোনও সমস্যা নয়'

'সরকার পরিবর্তনে কোনও সমস্যা নয়'

সরকার পরিবর্তনে কোনও পার্থক্য হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেছেন, গণতন্ত্রে সরকার পরিবর্তন হয়, তবে প্রকল্পগুলি কোনও সমস্যা ছাড়াই তলতে থাকে। তাই এখন যেই সরকারই আসুক না কেন, ইতিমধ্যেই চালু হওয়া ইতিবাচক নীতি ও উন্নয়ন প্রকল্পগুলি আপনা থেকেই এগিয়ে যাবেন। মন্তব্য করেছেন তিনি।

কোন দলের সরকার, জল্পনায় নেই গডকরি

কোন দলের সরকার, জল্পনায় নেই গডকরি

তবে মহারাষ্ট্রে কোনও দলের সরকার হতে পারে সেই জল্পনায় তিনি নেই। তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল মহারাষ্ট্রে কোন দল সরকার গঠন করতে পারে। উত্তরে তিনি বলেছেন, সঠিক প্রশ্ন ভুল লোকের কাছে করা হয়েছে। এব্যাপারে দলগুলিই পরিষ্কার করে বলতে পারবে।

এদিকে বৃহস্পতিবারও কংগ্রেস এনসিপি এবং শিবসেনার নেতারা মুম্বইয়ে বৈঠকে বসেছিলেন। কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আলোচনা করেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী, তিন দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শিবসেনা ও এনসিপি মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেবে। অন্যদিকে কংগ্রেস পাঁচ বছরের জন্য উপমুখ্যমন্ত্রীর পদ পাবে।

English summary
Central Minister Nitin Gadkari says Politics like cricket, anything can happen in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X