For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ঝুঁকি কমাতে চার ‘মন্ত্র’, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা মনসুখ মান্ডব্যের

করোনার ঝুঁকি কমাতে চার ‘মন্ত্র’, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা মনসুখ মান্ডব্যের

Google Oneindia Bengali News

চিন-সহ কয়েকটি দেশে মাত্রা ছাড়া বাড়ছে করোনার সংক্রমণ। ভারতেও আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া করোনার বাড়বাড়ন্ত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে তিনি করোনা মোকাবিলায় কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিলেন।

করোনার ঝুঁকি কমাতে চার ‘মন্ত্র’, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা মনসুখ মান্ডব্যের

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বিশ্বব্যাপী কোভিড বৃদ্ধি নিয়ে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যগুলিকে 'পরীক্ষা, ট্র্যাক, চিকিৎসা এবং ভ্যাকসিনেশন'-এ জোর দিতে বলেন। তিনি বলেন এই কৌশল অনুসরণ করে চললে আগেই আমরা রুখে দিতে পারব করোনার নতুন স্ট্রেনকে।

করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, প্রত্যেক রাজ্যকে পরীক্ষা বাড়াতে হবে, নজরদারিও চালাতে হবে এখন থেকে। হাসপাতালের পরিকাঠামো নিশ্চিত করতে হবে। আমরা যেভাবে গত তিন বছর ধরে লড়ে করোনাকে হারিয়ে দিয়েছি, এবারও সেটাই করতে হবে।

বৃহস্পতিবার তিনি রাজ্যসভায় করোনা সংক্রমণের বিস্তার রোধে একটি স্বতঃপ্রণোদিন বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। চিন ও ভারতের মধ্যে সরাসরি কোনও ফ্লাইট না থাকলেও প্রতিবেশী দেশ থেকে লোকজন অন্য রুট দিয়ে এখানে আসে। সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভাইরাসের কোনও নতুন রূপ যাতে দেশে প্রবেশ না করে তা নিশ্চিত করার জন্যই ফোকাস করা হচ্ছে। তবে একইসঙ্গে ভ্রমণে কোনও বাধা আরোপ করা হয়নি। চিন এবং অন্যান্য কিছু দেশে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্ত রাজ্যকে সতর্ক করে দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আত্মতুষ্টিতে না ভুগে সতর্ক হওয়ার কথা বলেন, কঠোর নজরদারির আহ্বান জানিয়েছিলেন এবং নির্দেশ দিয়েচিলেন, নজরদারি ব্যবস্থা, বিশেষত আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে নজরদারি জোরদার করতে। তিনি বলেন, করোনা এখনও শেষ হয়নি। তাই পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের দরকার। সেইসঙ্গে জনাকীর্ণ জায়গায় মাস্ক পরার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নাগরিক বিমান চলাচল মন্ত্রককে শনিবার থেকে প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে ভারতে আগত যাত্রীদের বিমানবন্দরে নামার পরে কোভিড পরীক্ষা নিশ্চিত করতে বলেছে। যাতে করোনভাইরাসটির কোনও নতুন রূপের প্রবেশ না ঘটে এবং করোনা সংক্রমণের ঝুঁকি কমানো যায়, সে জন্যই এই ব্যবস্থার কথা বলা হয়েছে। ভিনদেশ থেকে যাত্রীদের পরীক্ষার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

চিন এবং বিশ্বের অন্যান্য দেশে করোনভাইরাস ক্রমবর্ধমান। তাই বিমান সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে ভিনদেশ থেকে আসা যাত্রীদের ব়্যান্ডাম পরীক্ষা করতে হবে। সমস্ত রাজ্যকে এই মর্মে সাবধান করে দেওয়া হয়েছে।

Sensex: চার দিনে ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার, ১২ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরাSensex: চার দিনে ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার, ১২ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা

English summary
Central minister Mansukh Mandaviya gives advices to state health ministers to stop Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X