For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফার নির্বাচনের আগে 'সংকট'! মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাজ্যসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী বিরেন্দর সিং। রবিবার তিনি এই আবেদন করেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাজ্যসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী বিরেন্দর সিং। রবিবার তিনি এই আবেদন করেন বলে জানা গিয়েছে। রবিবারই দলের তরফে হরিয়ানার হিসার লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিরেন্দ্র সিং-এর ছেলে ব্রিজেন্দ্র সিংকে। নিজের দলের বিরুদ্ধে যাতে পারিবারিক শাসনের অভিযোগ না ওঠে সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

 দ্বিতীয় দফার নির্বাচনের আগে সংকট! মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী

এই নেতার মতে বিজেপি বরাবরই পারিবারিক শাসনের বিপক্ষে। নির্বাচন শুরুর আগেও একথা বলা হয়েছে। সেজন্য তিনি ঠিক করেই নিয়েছিলেন যদি তাঁর ছেলে মনোনয়ন পায়, তাহলে তিনি রাজ্যসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন। তিনি দলের সভাপতি অমিত শাহের কাছে চিঠি লিখেছেন। তবে দলের ওপরেই সিদ্ধান্তের বিষয়টি ছেড়ে দিয়েছেন।

[আরও পড়ুন; পুলিশ কর্মীদের প্যান্ট খোলার হুমকি! 'বেফাঁস' মন্তব্যের কারণ জানালেন দিলীপ ঘোষ][আরও পড়ুন; পুলিশ কর্মীদের প্যান্ট খোলার হুমকি! 'বেফাঁস' মন্তব্যের কারণ জানালেন দিলীপ ঘোষ]

রবিবার সকালে বিজেপির তরফে ২০ তম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যাতে হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থানের কয়েকজন প্রার্থীর নাম ছিল। এই তালিকায় ২ জন হরিয়ানার,
তিনজন মধ্যপ্রদেশের এবং ১ জন রাজস্থানের প্রার্থীর নাম রয়েছে। দলের তরফে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া পূর্ব আসনে উপনির্বাচনে প্রার্থীর নামও জানানো হয়েছে।

[আরও পড়ুন: বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার! কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন মোদী][আরও পড়ুন: বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার! কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন মোদী]

[আরও পড়ুন;লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ভিডিও দেখতে হলে ক্লিক করুন]

English summary
Central minister Chaudhury Birendra Singh offers to resign from Modi cabinet and Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X