For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমালয় জুড়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ছাড়াতে পারে ৮.৫

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠতে পারে হিমালয়। এই অঞ্চলে এবং হিমালয়ের পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে এই ভূমিকম্প।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠতে পারে হিমালয়। এই অঞ্চলে এবং হিমালয়ের পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে এই ভূমিকম্প। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল বেঙ্গালুরু-র জহরলাল নেহরু সেন্টার ফর অ্য়াডভান্সড সায়েন্টিফিক রিসার্চ। এই তথ্যেই প্রকাশ পেয়েছে ৮.৫ বার তার থেকে বেশি মাত্রায় পৌঁছতে পারে এই ভূমিকম্প।

চিন্তা বাড়াচ্ছে নয়া এই গবেষণায় প্রকাশিত তথ্য

হিমালয়ে যে ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে তা নিয়ে বারবার ভূতত্ত্ববিদরা সাবধান করে আসছেন। এবার জহরলাল নেহরু সেন্টার ফর অ্য়াডাভান্সড সায়েন্টিফিক রিসার্চ-এর করা গবেষণাপত্রেও একই আশঙ্কার কথা উঠে এল।

এই গবেষণার প্রধান সিসমোলজিস্ট সিপি রাজেন্দ্রণ হিমালয়ের একটা অংশে ভূ-পৃষ্টে ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে। যার ফলে অন্তত ৮.৫ মাত্রা বা তার থেকেও বেশি মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। রাজেন্দ্রণ আরও জানিয়েছেন যে সেন্ট্রাল হিমালয়ে থাকা সিসমিক প্লেটগুলি যে কোনও সময় একে অপরের উপরে উঠে যেতে পারে। জিওলজিক্য়াল জার্নাল-এ ইতিমধ্যেই এই গবেষণার তথ্য প্রকাশ পেয়েছে।

পশ্চিম হিমালয়ের কোলে থাকা নেপালের মোহনা খোলা এবং চোরগালিয়া-র কিছু তথ্য নিয়ে গবেষণা চালান গবেষকরা। তাতেই তারা এমন ভয়ঙ্কর ভূমিকম্পের সম্ভাবনার খোঁজ পেয়েছেন। চোরগালিয়া আবার ভারত লাগোয়া নেপাল সীমান্তে। গবেষকরা যেমন এই গবেষণায় গুগুল আর্থ-এর তথ্য-কে কাজে লাগিয়েছেন তেমনি ইসরোর কাটরোস্য়াট-১ উপগ্রহ থেকে পাওয়া ছবি এবং তথ্যেরও সাহায্য নিয়েছেন। এছাড়াও ভারতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা বা জিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়ার প্রকাশিত স্ট্রাক্চারাল ম্যাপ এবং জিওলজিক্যাল তথ্য-এর সহায়তাও নেওয়া হয়েছে।

১৩১৫ সাল থেকে ১৪৪০ সালের মধ্যে হিমালয়ে এমনই এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। যার মাত্রা ছিল ৮.৫। এর ফলে ভারতপুর থেকে মোহনখোলা পর্যন্ত ৬০০ কিলোমিটার ব্যাপি একটা লম্বা ফাঁটল তৈরি হয়েছিল। ৬০০ থেকে ৭০০ বছর ধরে এই অঞ্চলের সিসমিক প্লেটগুলি শান্ত রয়েছে। কিন্তু যত দিন বাড়ছে এই অঞ্চলে ভূপৃষ্টের উপরে চাপ বাড়ছে। কেটে ফেলে হচ্ছেগাছ। ফলে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বলে গবেষণায় দাবি করা হচ্ছে।

ইউনিভার্সিটি অফ কলরাডোর বিখ্যাত মার্কিন জিওফিজিসিস্ট রজার বিলহাম যিনি হিমালয় অঞ্চলে ভূমিকম্প নিয়ে গবেষণায় নাম করেছেন তিনিও জহরলাল নেহরু সেন্টার ফর অ্য়াডাভান্সড সায়েন্টিফিক রিসার্চ-এর প্রকাশিত তথ্যকে সমর্থন করেছেন। বিলহামও দাবি করেছেন যে কোনও মুহূর্তেই সেন্ট্রাল হিমালয়ে ৮.৫ মাত্রার ভূমিকম্প হতে পারে।

English summary
Some researchers of Jaharlal Nehru Center for Advanced Scientific Research claims Himalaya may witness 8.5 magnitude earth quake in future.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X