For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুল খোলার নির্দেশিকা জারি করতে চায় কেন্দ্র! চাওয়া হল ন্যাশনাল এক্সপার্টগ্রুপের পরামর্শ

করোনা (coronavirus) পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্কুল খুলতে নির্দেশিকা (advisory) জারি করতে পারে কেন্দ্র (Central Govt)। দেশে এখন সংক্রমণ নিম্নমুখী। করোনা বিধিনিষেধ মেনে কীভাবে স্কুল খোল

  • |
Google Oneindia Bengali News

করোনা (coronavirus) পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্কুল খুলতে নির্দেশিকা (advisory) জারি করতে পারে কেন্দ্র (Central Govt)। দেশে এখন সংক্রমণ নিম্নমুখী। করোনা বিধিনিষেধ মেনে কীভাবে স্কুল খোলা যেতে পারে তার জন্য ন্যাশনাল এক্সপার্টগ্রুপের (National Expart Group) পরামর্শ চাওয়া হয়েছে।

 স্বাস্থ্যমন্ত্রক অ্যাডভাইসরি জারি করতে চায়

স্বাস্থ্যমন্ত্রক অ্যাডভাইসরি জারি করতে চায়

সূত্রের খবর অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রকের তরফে শীঘ্রই অ্যাডভাইসরি জারি করা হতে পারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য। কিছু বিধিনিষেধ জারি করেই স্কুল খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। স্কুল খুলতে অভিভাবকদের দাবিকেই মান্যতা দিতে পারে কেন্দ্র।

চাওয়া হয়েছে ন্যাশনাল এক্সপার্টগ্রুপের পরামর্শ

চাওয়া হয়েছে ন্যাশনাল এক্সপার্টগ্রুপের পরামর্শ

সূত্রের খবর অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রকের তরফে এব্যাপারে ন্যাশন্যাল এক্সপার্ট গ্রুপের পরামর্শ চাওয়া হয়েছে। করোনা সংকটের মধ্যে স্কুল খুলতে সব ধরনের বিকল্প ভেবে দেখতে বলা হয়েছে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপকে।

বিভিন্ন রাজ্যে স্কুল খোলার দাবি উঠেছে

বিভিন্ন রাজ্যে স্কুল খোলার দাবি উঠেছে

বিভিন্ন রাজ্যে স্কুল খোলার দাবি উঠেছে। স্কুল খোলার দাবি নিয়ে বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী বলেছেন, যে রাজ্যে মদের দোকান খোলা, পানশানা, মল খোলা সেই রাজ্যে কেন স্কুল বন্ধ করে রাখা হবে।
রাজ্যে স্কুল খোলার দাবিতে এসএফআই, এবিভিপির মতো বিভিন্ন সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। সংগঠনগুলিরও একইপ্রশ্ন মদের দোকান আর পানশানা খোলা থাকলে কেন স্কুল বন্ধ রাখা হবে। বেশ কিছু জায়গায় অভিভাবকরাও বিক্ষোভ দেখিয়েছেন এব্যাপারে।
অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, মুখ্যমন্ত্রীও স্কুল খুলতে চান, তিনিই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। দিন কয়েক আগেই এব্যাপারে শিক্ষা দফতরের থেকে চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।
অন্যদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মনীশ শিশোদিয়া বলেছেন, এখনই স্কুল না খুলে দিলে, একটি প্রজন্ম পিছিয়ে যাবে শিশুরা। অতিরিক্ত সতর্কতা শিশুদের ক্ষতি করছে বলেও মংন্তব্য করেছেন তিনি।

দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২.৫১ লক্ষ মানুষ। সংখ্যাটা বৃহস্পতিবারের থেকে ১২ শতাংশের মতো কম। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২১,০৫,৬১১ জন। পজিটিভিটি রেট ৫.১৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৪৭,৪৪৩ জন। দেশে সুস্থতার হার ৯৩.৬০%। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬২৭ জনের। এদিন পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ৫৭, ৩৫, ৬৯২ জন।

Weather Update: একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রির বেশি! কনকনে ঠান্ডায় বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরেWeather Update: একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রির বেশি! কনকনে ঠান্ডায় বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
Central Govt seeks National Expart Groups advice to open Schools in Country in Covid 19 situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X