For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7th Pay Commission: সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ধাক্কা! তাহলে এখনই মিলছে না বকেয়া?

বছর শেষে সরকারি কর্মচারীদের জন্যে বড় ঝটকা! গত ১৮ মাসের মহার্ঘ ভাতার (Dearness Allowance) বকেয়া মিটিয়ে দেওয়া এখনই সম্ভব নয়। আজ মঙ্গলবার তা কার্যত স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার সময়ে প্রাপ্ত মহার্ঘ ভাতা (DA) এ

  • |
Google Oneindia Bengali News

7th Pay Commission: বছর শেষে সরকারি কর্মচারীদের জন্যে বড় ঝটকা! গত ১৮ মাসের মহার্ঘ ভাতার (Dearness Allowance) বকেয়া মিটিয়ে দেওয়া এখনই সম্ভব নয়। আজ মঙ্গলবার তা কার্যত স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার সময়ে প্রাপ্ত মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DR) আটকে দেয় কেন্দ্রীয় সরকার।

এমনকি এই ভাতা মিটিয়ে দেওয়ার কথাও বলা হয়। কিন্ত্য এদিনের কেন্দ্রীয় সরকারের বার্তা অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতিতে

ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতিতে

এই মুহূর্তে শীতকালীন অধিবেশন চলছে লোকসভাতে। একাধিক ইস্যুতে আলোচনা চলছে। আর এর মধ্যেই অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভাতে বক্তব্য রাখেন। আর সেখানেই একটি লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, করোনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাস্তবিক ভাবে এখনই মিটিয়ে দেওয়া সম্ভব হয়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২০ সালে করোনার ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতিতে। এই অবস্থাতেও একাধিক কল্যাণমূলক পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে। যার প্রভাব ২০২০-২১ আর্থিক বছরেও ব্যাপক প্রভাব ফেলেছিল বলে দাবি পঙ্কজ চৌধুরীর।

একাধিক আবেদন কেন্দ্রের কাছে জমা

একাধিক আবেদন কেন্দ্রের কাছে জমা

অন্যদিকে পঙ্কজ চৌধুরী আরও জানাচ্ছেন, ১৮ মাসের ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়ার জন্যে কর্মচারী সংগঠনগুলির তরফে একাধিক আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছে। বলে রাখা প্রয়োজন, ভয়ঙ্কর করোনার প্রভাবে কার্যত অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। আর এই কারণে ১লা জানুয়ারি ২০২০ থেকে 1 জানুয়ারী, 2021 পর্যন্ত প্রদেয় DA এবং DR-এর তিনটি কিস্তি আটকে দেওয়া হয়। যদিও পরে মিটিয়ে দেওয়ার কথা বলা হলেও এখনই তা সম্ভব হচ্ছে না বলে জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

বেড়েছে DA

বেড়েছে DA

অন্যদিকে সেপ্টেম্বরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে ডিএ বাড়িয়েছে মোদী সরকার। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় মোদী সরকার। আর এরপরেই মহার্ঘ ভাতার পরিমান ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় ডিএ বাড়ানোর দাবি উঠেছিল। চার শতাংশ ডিএ বাড়ায় সপ্তম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়েছে। খুব শীঘ্রই নতুন করে ভাতা নিয়ে ফের একটা সিদ্ধান্ত সরকার নিতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বকেয়া ডিএ নিয়ে একটা বড় ধাক্কা থেকেই গেল কেন্দ্রিয় সরকারি কর্মীদের মধ্যে।

মাথা তুলে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি।

মাথা তুলে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি।

গত দুবছর করোনার ব্যাপক প্রভাব গিয়েছে। একের পর এক সংক্রমনের সুনামি বয়ে গিয়েছে কার্যত। যার ব্যাপক প্রভাব পড়ে ভারতীয় অর্থনীতিতেও। কার্যত ধস নামে। যদিও সেই পপ্রিস্থিতি কাটিয়ে ফের একবার মাথা তুলে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি।

English summary
central govt says in RS that, DA-DR arrears for employees, due in Covid period, not to be given right now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X