For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুল্ক আরও বাড়াতে পদক্ষেপ কেন্দ্রের, অদূর ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের বড় দাম বৃদ্ধির আশঙ্কা

বিশ্বের তেলের বাজারে রক্তস্নান চলছে। তারই সুযোগ নিতে চায় ভারত। সরকার ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের ওপর বসানো অতিরিক্ত শুল্কের মাত্রা বাড়াতে ব্যবস্থা নিয়েছে ।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের তেলের বাজারে রক্তস্নান চলছে। তারই সুযোগ নিতে চায় ভারত। সরকার ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের ওপর বসানো অতিরিক্ত শুল্কের মাত্রা বাড়াতে ব্যবস্থা নিয়েছে । পেট্রোলের ক্ষেত্রে তা করা হয়েছে লিটার পিছু ১৮ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ১২ টাকা। আগের থেকে যা লিটার পিছু ৮ টাকা বেশি। যা পেট্রোলের ক্ষেত্রে ১০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ৪ টাকা বেশি।

এখন প্রভাব পড়বে না

এখন প্রভাব পড়বে না

শুল্কের উর্ধ্বসীমা বাড়ানো হলেও, এখনই খুচরো মূল্যের ওপর তার কোনও প্রভাব পড়ছে না। কিন্তু তা সাধারণ মানুষের সুবিধা কমাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সংসদে পেশ সংশোধনী

সংসদে পেশ সংশোধনী

সোমবার সংসদে পেশ করা ফিনান্স বিল ২০২০-তে এর উল্লেখ ছিল। যা পরে পাশ হয়ে যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংশোধনী পেশ করেন। কিন্তু কোনও বিতর্ক ছাড়াই তা পাশ হয়ে যায়।

এর আগেও শুল্ক বাড়িয়েছিল সরকার

এর আগেও শুল্ক বাড়িয়েছিল সরকার

এমাসের শুধুর দিকে মনে করা হয়েছিল পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্য কমে যাবে। কিন্তু সরকার সেই সময় পেট্রোল ও ডিজেলের ওপর স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি ২ টাকা এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস হিসেবে ১ টাকা বাড়িয়ে দেয়।

বিশ্বব্যাপী তেলের ব্যবহার কমেছে

বিশ্বব্যাপী তেলের ব্যবহার কমেছে

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাপী তেল ও গ্যাসের বাজার অভূতপূর্ব পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রভাবের কারণে চাহিদা হ্রাস পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তার দামও হ্রাস পেয়েছে।

English summary
Central Govt raises the cap on additional excise duty on petrol and diesel in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X