For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলার সঙ্গে সরকারের বর্ষপূর্তি! ভাবমূর্তি 'পুনরুদ্ধারে' নানা পরিকল্পনা

করোনা মোকাবিলার সঙ্গে সরকারের বর্ষপূর্তি! ভাবমূর্তি 'পুনরুদ্ধারে' নানা পরিকল্পনা

  • |
Google Oneindia Bengali News

দেশব্যাপী করোনা মহামারী। যার মোকাবিলায় বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়েছে পরিযায় শ্রমিকদের ফেরানো। লকডাউন পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলা নিয়ে সরকারের কোনও পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছে কংগ্রেস। তবে সবকিছুর জবাব দিতে খতিয়ান তুলে ধরতে চায় বিজেপি। চলছে প্রস্তুতি।

মোদীর নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকার ১ বছর পূর্ণ হওয়ার পথে

মোদীর নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকার ১ বছর পূর্ণ হওয়ার পথে

মোদীর নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকার ১ বছর পূর্ণ হওয়ার পথে। ঠিক একবছর আগে বিরোধীদের পর্যুদস্ত করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরেন মোদী। যদিও বছর না ঘুরতেই সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। মোকাবিলা করতে হচ্ছে করোনা মহামারীকে।

তৈরি হচ্ছে সাফল্যের তালিকা, হবে বুকলেট

তৈরি হচ্ছে সাফল্যের তালিকা, হবে বুকলেট

তবে সব বিরোধী সমালোচনার জবাব দিতে প্রচারে নামতে পারে বিজেপি সরকার। সূত্রের খবর অনুযায়ী গত একবছরে কোন কোন বিষয়ে সফলতা পাওয়া গিয়েছে তার তালিকা তৈরির কাজ চলছে। পাশাপাশি পরবর্তী ৪ বছর সরকারের লক্ষ্য কোন দিকে থাকবে, তাই প্রকাশিত হতে যাওয়া তালিকায় দেওয়া হতে পারে।

জানা গিয়েছে, করোনা মোকাবিলায় সরকার কী কাজ করেছে, পরিযায়ী শ্রমিক কিংবা দরিদ্রদের জন্যই বা কী করছে, সব কিছুর বর্ণনা দিতে বুকলেট ছাপানো হবে। বিরোধী অভিযোগের ছত্রে ছত্রে জবাব দেওয়া হবে সেই বুকলেটে।

বিরোধীদের অভিযোগ

বিরোধীদের অভিযোগ

লকডাউন ঘোষণার পর থেকে কংগ্রেস থেকে অন্য বিরোধীদের অভিযোগ ছিল এই লকডাউন অপরিকল্পিত। কেননা, লকডাউন ঘোষণার আগে পরিযায়ী শ্রমিক কিংবা সমাজের অন্য অংশের মানুষদের বাড়িতে ফিরতে দেওয়া উচিত ছিল। কা করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যেই কারণ অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছে পরিযায়ীরা। যা সরকারের বর্ষপূর্তিতে অনেকটাই আঘাত।

ক্ষমতার অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ তুলে ধরে সরব ভারতী ঘোষ ক্ষমতার অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ তুলে ধরে সরব ভারতী ঘোষ

English summary
Central Govt may opt for image restoration process over various criticism to fight Coronavirus. They may publish booklets also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X