For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! পুজোর মরশুমেই ঘোষণা করতে পারে মোদী সরকার

সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! পুজোর মরশুমেই ঘোষণা করতে পারে মোদী সরকার

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর (nsrendra modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পিএফ-এক সুদ বাড়াতে পারে। পাশাপাশি এমপ্লয়িজ পেনশন ফান্ডের অধীনে পেনশনের পরিমাণ বাড়িয়ে মাসে ৫ হাজার টাকা করতে পারে। এই সপ্তাহেই লেবার প্যানেলের বৈঠকে এই দুই বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে ২৮ অক্টোবর।

বৈঠকে ইপিএফও-র আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে

বৈঠকে ইপিএফও-র আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে

সূত্রের খবর অনুযায়ী, আলোচনায় উঠে আশতে পারে ইপিএফও-র ম্যানেজমেন্ট, পারফরমেন্স এবং বিনিয়োগ নিয়ে। কেননা এই সংগঠনের অধীনে প্রায় ১০ ট্রিলিয়ন টাকা রয়েছে। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা ইপিএফওকে কীভাবে আরও লাভজনক করে তোলা যায়, তা নিয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।

করোনা মহামারীর প্রভাব নিয়েও কথা

করোনা মহামারীর প্রভাব নিয়েও কথা

প্যানেলের সদস্যরা ইপিএফও-র ফান্ডের ওপরে করোনা মহামারীর প্রভাব কতটা পড়েছে, তা নিয়েও আলোচনা করবেন। কেননা লকডাউনের সময়ে খারাপ আর্থিক পরিস্থিতির কারণে অনেক কর্মীই ইপিএফ থেকে টাকা তুলে নিয়েছিলেন পরিবারের প্রয়োজন মেটাতে।

পেনশন বৃদ্ধি নিয়েও কথা

পেনশন বৃদ্ধি নিয়েও কথা

এমপ্লয়িজ পেনশন স্কিমে পেনশনের পরিমাণ বৃদ্ধি নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কোনও কর্মীর মৃত্যু হলে, পরিবারের হাতে সহজ উপায়ে টাকা পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হবে।

ইপিএফ-এ বর্তমান সুদ ৮.৫০ শতাংশ

ইপিএফ-এ বর্তমান সুদ ৮.৫০ শতাংশ

ইপিএফও বর্তমানে ৮.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে পেনশন বৃদ্ধির দাবি তোলা হয়েছিল। কেন্দ্রীয় সরকার সেই দাবিকেই এবার মান্যতা দিতে পারে। কেননা কেন্দ্রীয় সরকার প্রবীনদের নিরাপত্তা দিতে চায়, পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক নিরাপত্তাও বাড়াতে চায়।

করোনা মহামারীর মধ্যে ভোট, ভোটার টানতে ভাইরাল আরজেডির ভোটার ব়্যাপকরোনা মহামারীর মধ্যে ভোট, ভোটার টানতে ভাইরাল আরজেডির ভোটার ব়্যাপ

English summary
Central Govt may increase interest on Provident Fund and monthly Pension
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X