For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Nasal vaccine-এ ছাড়পত্র কেন্দ্রের! করোনা সামলাতে দেশজুড়ে বিশেষ মহড়ার আয়োজন

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের খোঁজ ভারতে মেলার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। আগাম সুরক্ষা হিসাবে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রকের। দেশে তৈরি প্র

  • |
Google Oneindia Bengali News

Nasal vaccine-এ ছাড়পত্র দিল মোদী সরকার। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের খোঁজ ভারতে মেলার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। আগাম সুরক্ষা হিসাবে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রকের। দেশে তৈরি প্রথম Nasal vaccine-এ ছাড়পত্র দিল সরকার।

Nasal vaccine-এ ছাড়পত্র কেন্দ্রের!

ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। খুব শীঘ্রই এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে বলেও মনে করা হচ্ছিল। আর এর মধ্যেই Nasal vaccine-এ ছাড়পত্র দেওয়া হল। বিশ্বের মধ্যে প্রথম এই ভ্যাকসিন যেটি কিনা নাক দিয়ে নেওয়া যায়।

নাম প্রকাশের অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, যারা কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁরা নাকের মাধ্যমে নেওয়া যাওয়া এই টিকা হেটেরোলগাস বুস্টার (heterologous booster)। হিসাবে নিতে পারবেন বলে জানিয়েছেন ওই আধিকারিক। এমনকি ১৮ বছরের বেশি বয়সের যে কোনও ব্যক্তি এই নাসাল ভ্যাকসিন নিতে পারবেন বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার থেকেই নয়া ভ্যাকসিনটিকে Cowin অ্যাপে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে এটি প্রাথমিক ভাবে প্রাইভেট হাসপাতালগুলিতেই পাওয়া যাবে। এরপর ধীরে ধীরে সরকারি হাসপাতালে দেওয়ার ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

কেন্দ্রের দাবি, এই ভ্যাকসিন শুধুমাত্র নেওয়া সহজ তাই নয়, অনেক দ্রুত সুরক্ষাও দিতে পারবে। নতুন যে ভ্যারিয়েন্ট যাবতীয় আশঙ্কা তৈরি হয়েছে তার ক্ষেত্রেও এই ভ্যাকসিন কাজ করবে বলেই জানাচ্ছেন গবেষকরা। বিজ্ঞানমন্ত্রক নয়া এই ভ্যাকসিনকে বিশ্বের প্রথম nasal Covid vaccine বলে জানিয়েছে। আর এই ভ্যাকসিন তৈরি ভারতের কাছে গর্ব বলেও জানাচ্ছে সরকার। বলে রাখা প্রয়োজন, ডিসেম্বরেই জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্যে অনুমোদন পেয়েছে নাক দিয়ে নেওয়া যায় এই ভ্যাকসিন।

অন্যদিকে করোনা পরিস্থিতি ভারতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে সবকিচঝু স্বাভাবিক হয়ে গিয়েছে। এই অবস্থায় হঠাত করে সংক্রমণ যদি বাড়তে শুরু করে তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? আর সেদিকে তাকিয়েই আগামী মঙ্গলবার দেশজুড়ে বিশেষ মহড়া শুরু হতে চলেছে। সমস্ত হাসপাতালগুলিতে এই মহড়া হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

পাশাপাশি সামনেই উৎসবের মরশুম। বড়দিন এবং নতুন বছরকে স্বাগত জানাতে বহু মানুষ জোড়ো হবেন। এই অবস্থায় নতুন করে গাইড লাইন জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানা যাচ্ছে।

English summary
Central govt gives nod to Nasal vaccine of corona by Bharat Biotech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X