For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড বিধিনিষেধ লাগু থাকবে ৩১ মার্চ পর্যন্ত, সংক্রমণ বাড়তেই ঘোষণা কেন্দ্রের

Google Oneindia Bengali News

দেশে ফের ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে বর্তমান করোনা বিধি নিষধের সময় সীমা আরও বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্র এদিন জানিয়ে দেয় যে বর্তমান বিধিনিষেধ ৩১ মার্চ পর্যন্ত লাগু থাকবে। পাশাপাশি এদিন সকল রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে টিকাকরণ প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

এদিন কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অ্যাক্টিভ কেস এবং নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা কমেই কমলেও এখনও পুরোপুরি ভাবে অতিমারী পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। এখনও খুব সতর্কতার সঙ্গে আমরা কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করছি আমরা। এখনও কঠোর ভাবে করোনা বিধি মেনে চলতে হবে।'

এদিনও দেশে নতুন করে করোনা আক্রান্ত হন ১৬ হাজার ৫৭৭ জন

এদিনও দেশে নতুন করে করোনা আক্রান্ত হন ১৬ হাজার ৫৭৭ জন

এদিকে এদিনও দেশে নতুন করে করোনা আক্রান্ত হন ১৬ হাজার ৫৭৭ জন। গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১৬ হাজার ৭৩৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ৪৯১ জন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শুক্রবার মোট ৮ লক্ষ ৩১ হাজার ৮০৭টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট ২১ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৪৬৫টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল ১৩৮ জনের। এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৫৬ হাজার ৮২৫ জনের। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার ৬৮০ জন। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৯৮৬।

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মোট আক্রান্ত হয়েছে ২১ লক্ষ ২৯ হাজার ৮২১ জন। সুস্থ হয়ে উঠেছে ২০ লক্ষ ১২ হাজার ৩৬৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল ও তৃতীয় স্থানে কর্নাটক। কেরলে মোট আক্রান্ত ১০ লক্ষ ৪৮ হাজার ৬৮৬ জন। সুস্থ হয়ে উঠেছে ৯ লক্ষ ৯২ হাজার ৩৭২ জন। যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৪৯ হাজার ৬৩৬ জন। সুস্থ হয়ে উঠেছে ৯ লক্ষ ৩১ হাজার ৭২৫ জন।

English summary
Central Govt extended the existing coronavirus caution guidelines till March 31
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X