ফেসবুক-হোয়াটস অ্যাপে আর শেয়ার করতে পারবেন না ইচ্ছেমতো! রাশ টানছে কেন্দ্র
আর আপনি ইচ্ছামতো শেয়ার করতে পারবেন না কোনও পোস্ট। কী ফেসবুক, কী টুইটার, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটস অ্যাপে আপনি আর ইচ্ছে করলেই শেয়ার করতে পারবেন না কোনও পোস্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার নিয়মকানুন আরও কঠিন হয়ে যাচ্ছে এবার থেকে। সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির দায়িত্ব আরও বাড়ানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানোর দাবি তোলা হয়েছে। একাধিক হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। ফেসবুক এই মামলাগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তর করার আবেদন জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সেই হলফনামায় সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ আইন কার্যকর করার কথা জানায়।
কেন্দ্র মনে করছে, ভুয়ো খবর বিদ্বেষ, নানা কুৎসা অপপ্রচার চালানো হচ্ছে। সেই কারণেই সোশ্যাল মিডিয়া আইনে সংশোধনী আনা জরুরি। তা না হলে সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ আনা যাবে না। সোশাল মিডিয়া ও ইন্টারনেট পরিষেবার ব্যাপ্তি এতটাই যে জাতীয় নিরাপত্তা পর্যন্ত লঙ্ঘিত হচ্ছে। সেই জন্যই দ্রুত আইন পরিবর্তন করতে হবে।
এখন কেন্দ্রীয় সরকারের এই হলফনামার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, তার উপর নির্ভর করছে এই আইনের পরিবর্তন। তবে বিরোধী মতও আছে, জাতীয় নিরাপত্তার নামে সোশ্যাল মিডিয়ায় নজরদারি আদতে ব্যক্তি স্বাধীনতা ও গোপানীয়তায় হস্তক্ষেপ করতে পারে।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন, নিরাপত্তা জোরদার করছে ফেসবুক