For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাল রাজ্যসভার অভ্যন্তরীণ বিধি, মামলার অজুহাতে পেগাসাস নিয়ে সংসদে অস্বস্তি এড়াতে চাইছে কেন্দ্র

ঢাল রাজ্যসভার অভ্যন্তরীণ বিধি, মামলার অজুহাতে পেগাসাস নিয়ে সংসদে অস্বস্তি এড়াতে চাইছে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস ইস্যুতে কেন্দ্রের উপর লাগাতার চাপ তৈরি করে চলেছে বিরোধীরা। এদিকে রাজ্যসভার অভ্যন্তরীণ বিধিকে হাতিয়ার করে এবার পেগাসাস নিয়ে সংসদে প্রশ্ন এড়াতে চাইছে কেন্দ্র সরকার। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এদিকে ইতিমধ্যেই পেগাসাস কাণ্ডের জল গড়িয়েছে রাজ্যসভায়। আর সেটাকে ঢাল করেই অস্বস্তি এড়াতে চাইছেন মোদী-শাহরা।

বিতর্ক এড়াতে সংসদের বিধিকে হাতিয়ার

বিতর্ক এড়াতে সংসদের বিধিকে হাতিয়ার

এদিকে পেগাসাস নিয়ে প্রতিদিনই উত্তাল হচ্ছে সংসদের উভয়কক্ষ। আর তাতেই চাপে পড়েছে কেন্দ্র সরকার। এণতাবস্থায় সম্প্রতি রাজ্যসভায় এনএসও সংক্রান্ত প্রশ্ন খারিজের আবেদন জানাল কেন্দ্র। যার জেরে শুরু হয়েছে নয়া বিতর্ক। কেন্দ্রের দাবি পেগাসাস ইস্যুটি বর্তমানে আদালতের বিচারাধীন, তাই এই বিষয়ে সংসদে প্রশ্নত্তোর চলা উচিত নয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই পেগাসাস কাণ্ডে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মামলা করেছেন দেশের একাধিক প্রথমসারির সাংবাদিকও।

৯টি পিটিশনের ভিত্তিতে শুনানি শুরু

৯টি পিটিশনের ভিত্তিতে শুনানি শুরু

বর্তমানে পেগাসাস ইস্যু তথা ফোনে আড়ি পাতা কাণ্ডে ৯ পিটিশনের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে উঠেছে এই মামলা। এদিকে পেগাসাস কাণ্ডে তদন্ত চেয়ে ইতিমধ্যেই প্রবীণ সাংবাদিক এন রাম ও শশী কুমার, রাজ্যসভার সিপিএম সাংসদ জন ব্রিটাস এবং আইনজীবী এম এল শর্মা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বলে জানা যায়। সেই মামলাগুলিরও শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতের দরবারে।

 পেগাসাস নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

পেগাসাস নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

অন্যদিকে শুনানির শুরুতেই পেগাসাস নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাদের দাবি মিডিয়ায় প্রকাশিত দাবি সত্য হলে তা আদপেই একটি ভয়ঙ্কর ঘটনা। সুপ্রিম কোর্টের দাবি এই কাজ আদপে নাগরিকদের বাক্‌স্বাধীনতায় বড় আঘাত, এমনকী ব্যক্তি পরিসরের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এদিকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর ফের আলোড়ন তৈরি হয়েছে গোটা দেশেই। এমতাবস্থায় বিরোধীদের অভিযোগ, সত্য সামনে চলে আসার ভয়েই নাকি পেগাসাস নিয়ে আলোচনা চাইছে না কেন্দ্র সরকার।

 বিরোধীরে অভিযোগের সারবত্তা নেই, দাবি কেন্দ্রের

বিরোধীরে অভিযোগের সারবত্তা নেই, দাবি কেন্দ্রের

যদিও পেগাসাস নিয়ে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। তাদের দাবি, যে অভিযোগ করা হচ্ছে তা আদপেই ভিত্তিহীন, কোনও সারবত্তাই নেই। প্রমাণ ছাড়াই আঙুল তোলা হচ্ছে। এদিকে পেগাসাস নিয়ে সম্প্রতি পেগাসাস নিয়ে প্রথম চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস করে 'দ্য ওয়্যার' পোর্টাল। অভিযোগ, ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসকে হাতিয়ার করেই ভারতের ৩০০ জন রাজনীতিবিদ, সাংবাদিক, বিচারপতি, সরকারি কর্তার ওপর নজরদারি চালিয়েছে কেন্দ্র। কিন্তু বর্তমানে রাজ্যসভার ৪৭ নম্বর বিধিকে হাতিয়ার করে এই ইস্যুতে বিতর্ক সংসদে এড়াতে চাইছে সরকার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Center wants to avoid questions in Parliament about Pegasus on the pretext of a court case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X