For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা টিকার খরচ বহন করবে কেন্দ্র! রাজ্যকে 'অ্যাডভান্টেজ' না নিতে দিয়ে ঘোষণা মোদীর

Google Oneindia Bengali News

প্রাথমিক করোনা টিকাকরণের খরচ বহন করবে কেন্দ্র, কোনও রাজ্যকেই এই টিকার টাকা দিতে হবে না। এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী আরও বলেন যে ১৬ জানুয়ারি থেকেই শুরু হবে করোনা ভ্যাকসিনেশন।

ভ্যাকসিন বিনামূল্যে দেবে কে?

ভ্যাকসিন বিনামূল্যে দেবে কে?

এর আগে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া নিয়ে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকটি রাজ্য। তবে করোনা রাজনীতিতে এক ধাপ এগিয়ে সব রাজ্যের অ্যাডভান্টেজ ছিনি নিয়ে মোদী এদিন ঘোষণা করে দিলেন যে কেন্দ্রই প্রাথমিক ভাবে করোনা টীকাকরণের খরচ বহন করবে। উল্লেখ্য এদিন ২০০ টাকা প্রতি ডোজ করোনা টিকা কেনার জন্যে সিরামের সঙ্গে চুক্তি সই করে কেন্দ্র।

শুধুমাত্র প্রথম তিন কোটি করোনা টিকার খরচ বহন করবে কেন্দ্র

শুধুমাত্র প্রথম তিন কোটি করোনা টিকার খরচ বহন করবে কেন্দ্র

তবে শুধুমাত্র প্রথম তিন কোটি করোনা টিকার খরচ বহন করবে কেন্দ্র। তারপর কী হবে, তা নিয়ে কিন্তু ধোয়াঁশা বজায় থাকল। মোদী এদিন বলেন, 'যাঁরা আমাদের জীবন বাঁচাচ্ছেন, দেশের সেই ৩ কোটি স্বাস্থ্যকর্মীর জন্য যে টিকা লাগবে, তার খরচ রাজ্য সরকারকে দিতে হবে না। তা কেন্দ্রীয় সরকার দেবে।'

করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরবর্তী পর্যায়ে ভারত

করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরবর্তী পর্যায়ে ভারত

প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেন, 'করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরবর্তী পর্যায়ে ভারত। আমরা ভ্যাকসিন নিয়েও যে কর্মসূচি গ্রহণ করছি, তা বিশ্বের বহু দেশ অনুসরণ করবে। যে ২টি ভ্যাকসিনের অনুমতি দেওয়া হয়েছে, দু'টিই মেড ইন ইন্ডিয়া। আরও ভ্যাকসিন এলে ভবিষ্যতে আরও পরিকল্পনা করা যাবে। ভারতীয় ২টি ভ্যাকসিন বিশ্বের অন্য সমস্ত টিকার চেয়ে সস্তা।'

টিকা নিয়ে আশঙ্কার সুর

টিকা নিয়ে আশঙ্কার সুর

এদিকে এদিন অধীর চৌধুরী বলেন, 'করোনার ভ্যাকসিন ক'জন নেবে তা নিয়ে আমার বিস্তর প্রশ্ন আছে৷' অধীর সরাসরি বলেন, 'কোভ্যাক্সিন নিয়ে প্রশ্ন উঠেছে৷ প্রশ্নাতীত নয়৷ করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মন থেকে ভয় কাটেনি। সচেতনতা তৈরি করা যায়নি। এই অবস্থায় কতজন টিকা নেবে তা নিয়ে আমার বিস্তর প্রশ্ন রয়েছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যেন রাজনৈতিক ফায়দা তোলা না হয়৷ কৃতিত্বের রাজনীতি করে যেন কোরোনার গুরুত্ব কমিয়ে না দেওয়া হয়।'

English summary
Central government to pay for first drive of Corona vaccination of 3 Crore frontline workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X