For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্র এই সিদ্ধান্ত নিলে চিনের বিপদ আসন্ন

ডোকলামসহ বিভিন্ন ইস্যুতে সংঘাতের জেরে এবার চিন থেকে ইলেকট্রনিক্স পণ্য আমদানি নিয়ে পর্যালোচনা করছে কেন্দ্র। চিন থেকে ব্যাপক হারে ইলেকট্রনিক্স পণ্য আমদানিতে দেশের নিরাপত্তার সঙ্গে তথ্য ফাঁসের অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

ডোকলামসহ বিভিন্ন ইস্যুতে সংঘাতের জেরে এবার চিন থেকে ইলেকট্রনিক্স পণ্য আমদানি নিয়ে পর্যালোচনা করছে কেন্দ্র। চিন থেকে ব্যাপক হারে ইলেকট্রনিক্স পণ্য আমদানিতে দেশের নিরাপত্তার সঙ্গে তথ্য ফাঁসেরও অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই ওইসব পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি ক্রমবর্ধমান। বিষয়টি নিয়ে সম্প্রতি বৈঠকও করেছেন তথ্য ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

কেন্দ্র এই সিদ্ধান্ত নিলে চিনের বিপদ আসন্ন

বণিকসভা সিআইআই-এর হিসেব অনুযায়ী এই মুহুর্তে বছরে প্রায় ২২ মিলিয়ন ডলারের ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে ভারত। এই সব পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, মেডিক্যাল ইক্যুপমেন্ট, ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিভাইস ও সেন্সর। সব পণ্যের সার্ভারই রয়েছে চিনে। সেখান থেকে তথ্য ফাঁসের ব্যাপারটিই চিন্তায় রেখেছে কেন্দ্রীয় সরকারকে। একই সঙ্গে ইলেকট্রনিক্স পণ্যের ক্রমবর্ধমান আমদানিতে গত বছর চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ৫২ বিলিয়ন ডলার। যা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় সরকারকে।

কেন্দ্র এই সিদ্ধান্ত নিলে চিনের বিপদ আসন্ন

কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের কথা সংশ্লিষ্ট শিল্প মহলকে জানানো হয়েছে। তাদেরকেও এ সম্পর্কে সতর্ক হতে বলা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এব্যাপারে মন্ত্রকের আধিকারিকদের চিন থেকে আমদানি করা জিনিসের সামগ্রিক মূল্যায়নের নির্দেশও দিয়েছেন।

অন্যদিকে, ইলেকট্রনিক্স সামগ্রির ক্ষেত্রে, কেন্দ্রের তরফে দেশে তৈরি জিনিসের ব্যবহারে জোর দেওয়া হয়েছে। এব্যাপারে ভারত সরকারের নীতি হল 'মেক ইন ইন্ডিয়া'।

English summary
Central government reviews electronics goods imports from China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X