For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপের মুখে পিছু হটছে কেন্দ্র! দেড় বছরের জন্যে কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব

Google Oneindia Bengali News

এবার কৃষক ইউনিয়নগুলির কাছে একটি কমিটি গঠনের প্রস্তাব রাখলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ পাশাপাশি আপাতত নির্দিষ্ট সময়ের জন্যে কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব রাখা হল। কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমেই আগামী দেড় বছরের জন্য আইনগুলি স্থগিত রাখার প্রস্তাব দেন নরেন্দ্র সিং তোমর এবং পীযূষ গয়াল।

দশম পর্যায়ের বৈঠকে বসেছিল

দশম পর্যায়ের বৈঠকে বসেছিল

আজ দিল্লির বিজ্ঞান ভবনে কৃষি আইন নিয়ে দশম পর্যায়ের বৈঠকে বসেছিল আন্দোলনকারী কৃষক সংগঠন ও কেন্দ্র সরকারের প্রতিনিধি দল৷ সেই বৈঠকেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বিতর্কিত নয়া কৃষি আইন নিয়ে আলোচনা করতে একটি কমিটি গঠনের প্রস্তাব কৃষক প্রতিনিধি দলের কাছে রেখেছেন৷ পরবর্তী বৈঠকের জন্যে ২২ তারিখে ফের বসবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

নতুন কমিটি গড়ার প্রস্তাব

নতুন কমিটি গড়ার প্রস্তাব

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, কৃষক সংগঠন এবং কেন্দ্র সরকারের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে একটি কমিটি গঠন করা হোক৷ যাঁরা কৃষি আইনের প্রতিটি ধারা নিয়ে কৃষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন৷ সেই মত কৃষকরা তাঁদের আপত্তির কথা কমিটির সরকার পক্ষের সদস্য়দের সামনে তুলে ধরবে৷ সরকার সেই মত সংশোধন আনবে নয়া কৃষি আইনে৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী আরও জানিয়েছেন যে, সরকার এই কৃষি আইন লাগু করতে এক বছর অপেক্ষা করতে রাজি রয়েছে৷

স্থগিত রয়েছে আইন

স্থগিত রয়েছে আইন

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কৃষি আইনের উপর ২ মাসের স্থগিতাদেশ জারি করেছে৷ তার মধ্য়ে আলোচনা করে কোনও সমাধান সূত্র বের করে তা আদালতে জানাতে নির্দেশ দিয়েছে কোর্ট৷ এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্ট ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কোনও নির্দেশ বা নিষেধাজ্ঞা জারি করতে রাজি হয়নি৷ কেন্দ্র সরকারের তরফে এই মিছিলে নিষেধাজ্ঞা জারি করতে আর্জি জানিয়ে মামলা করা হয়েছিল৷ তবে, এর পুরোটাই দিল্লি পুলিশের হাতে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

English summary
Central government proposes to suspend Farm laws with consensus with farmer unions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X