
পেনশনভোগীদের জন্য বড় খবর, সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিআর নিয়ে বিজ্ঞপ্তি জারি
সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। পেনশনভোগীদের জন্য বড় খবর সামনে আনল পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ। পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের সিদ্ধান্ত অনুসারে প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল বেসিক পেনশনের উপর ডিআর প্রদান করে। এবার সপ্তম বেতন কমিশন অনুযায়ী সেই ডিআর প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হল ।

ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি
ডিআর আর ডিয়ারনেস রিলিফ বাড়ানোর কয়েকদিন পর পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ঘোষিত ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তি অনুসারে প্রাক্তন কেন্রীফ য় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কমিউটেশনের আগে মূল বেসিক পেনশনের উপর ডিআর প্রদান করে।

বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য
মহার্ঘ্য ত্রাণ মূল বেসিক পেনশনে বা কমিউটেশনের পরে হ্রাসকৃত পেনশনে প্রদেয় কি না তা স্পষ্ট করার জন্য এই বিভাগে রেফারেন্স প্রাপ্ত হয়েছে। সেইসঙ্গে এটাও স্পষ্ট করা হয়েছে যে, কমিউটেশনের আগে মূল বেসিক পেনশনে বা কমিউটেশনের আগে এ ধরনের বেশিক পেনশনের উপর মূল্যায়ন ত্রাণ প্রদেয়, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সংশোধিত হয়।

মূল্যবৃদ্ধির ভার কমানোর জন্য ডিআর সুবিধা দেওয়া হয়
পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১-এর বিধি ৫২-র অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পারিবারিক পেনশন সুবিধাভোগীদের মূল্যবৃদ্ধির ভার কমানোর জন্য ডিআর সুবিধা দেওয়া হয়। ডিআর-এর সুবিধাগুলির মধ্যে রয়েছে অনুকম্পামূলক ভাতাও। বিধি ৪১-এর অধীনে পেনশনভোগীরা অনুকম্পা ভাতা পেতে পারেন। ডিআর সুবিধা কমিউটেশনের আগে মূল বেসিক পেনশনে প্রদেয় বা কমিউটেশনের পরে হ্রাসকৃত পেনশনে প্রদেয় কি না সে সম্পর্কে একটি বিতর্কের কারণে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

৩৮ শতাংশ ডিআর হার কার্যকর হওয়ার কথা
সপ্তম বেতন কমিশনের অংশ হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা বর্তমানে পেনশনভোগীদের জন্য ডিআর বা ডিয়ারনেস রিলিফের হার বর্তমানে ৩৮ শতাংশ। ডিআর কমিউটেশনের আগে বেসিক পেনশনের উপর ভিত্তি করে কমিউটেশনের পরে কমে যাওয়া পেনশন নয়। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩৮ শতাংশ ডিআর হার ২০২২-এর ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।

চার শতাংশ ডিএ এবং ডিডিআর বৃষ্টির কথা ঘোষণার পর
কেন্দ্রীয় সরকার সম্প্রতি চার শতাংশ ডিএ এবং ডিডিআর বৃষ্টির কথা ঘোষণা করেছে। এটি উল্লেখ্য যে, ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ বা মহার্ঘ্য ত্রাণ মহার্ঘ্য ভাতা বা ডিএ-র মতোই। এটি কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের দেওয়া হয়। সেই ডিআর প্রদান নিয়েই সম্প্রতি বিজ্ঞপ্তি জারি হল।