For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্র ১৭টি খনির নিলাম শুরু করবে শীঘ্রই, ৫-৬ বছরেও পারেনি পিএসইউগুলি

কেন্দ্রীয় সরকার পিএসইউগুলিকে খনির বরাত দিয়েছিল। কিন্তু ৫-৬ বছরেও তা চালু হয়নি।এবার কেন্দ্র নিজেদের হাতে খনির ভার নিয়ে শীঘ্রই নিলাম শুরু করবে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকার পিএসইউগুলিকে খনির বরাত দিয়েছিল। কিন্তু ৫-৬ বছরেও তা চালু হয়নি।এবার কেন্দ্র নিজেদের হাতে খনির ভার নিয়ে শীঘ্রই নিলাম শুরু করবে। কয়লা ও খনিমন্ত্রী প্রহ্লাদ জোশী মঙ্গলবার বলেছেন সরকার শীঘ্রই ১৭ খনির নিলাম প্রক্রিয়া শুরু হবে। সরকারের পক্ষ থেকে পূর্ণ উদ্যমে সেই কাজ শুরু হয়েছে।

কেন্দ্র ১৭টি খনির নিলাম শুরু শীঘ্রই, ৫-৬ বছর উৎপাদন বন্ধ

পিএসিউগুলি ১৭টি খনির ভার ফের ফিরিয়ে দিয়েছেন কেন্দ্র সরকারের হাতে। বিগত কয়েক বছরে তা অনুন্নত অবস্থায় রয়েছে। বিগত ৫ বছর ধরে কোনও কাজই হয়নি। এবার সরকার এই খনিগুলি নিলাম করে তার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করবে। সেইসঙ্গে কয়লা উৎপাদন বাড়াতে এবং বিদ্যুৎকেন্দ্রগুলি চালানোর জন্য জ্বালানির সংগ্রহ করবে। এ বছরের শুরু দিকে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছিল।

তাই দেশে যাতে জ্বালানি সংকট তীব্র আকার না নেয় এবং বিদ্যুতের ঘাটতি না দেখা যায়, তা নিশ্চিত করতে চাইছে সরকার। কেন্দ্র কয়লা আমদানিতে বাধ্য বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য। কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, আমি মাত্র কয়েকদিন আগে পিএসইউ দ্বারা ১৭টি ভালো ব্লক সমর্পণ করেছি। সেগুলিতে এখন নিলাম করা হবে। তিনি ভারতীয় খনিজ ও ধাতু শিল্পের একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় একথা বলেন।

কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন যে, কয়লার মতো সেক্টরে দেশের অনেক পিএসিউ বড় খনিগুলিতে বসেছিল। কিন্তু সরকারি বরাদ্দের পাঁচ-ছ'বছর পরেও তা চালু হয়নি। এখন সমস্ত খনি তাঁদের হাত থেকে নিয়ে নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কয়লা উৎপাদন নিশ্চিত করা জরুরি। তা না হলে বিদ্যুৎ উৎপাদনে সংকট তৈরি হবে।

মন্ত্রী প্রহ্লাদ জোশী আরও বলেন, তার মন্ত্রক পরিবেশ ও বনমন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে। কীভাবে গাছ না কেটে নতুন খনির অনুসন্ধান করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এমএমডিআর অ্যাক্ট ১৯৫৭-র সংশোধনী বিলটিতে এই সংক্রান্ত একটি প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। ২০২১-২২ সালেো নিলাম করা খনি থেকে মোট রাজস্ব আদা হয়েছে ২৫,১৭০ কোটির বেশি।

খনিমন্ত্রক ভবিষ্যৎ তৈরি করতে চাইছে। মন্ত্রী বলেন, লিথিয়াম, কোবাল্ট, নিকেল, সীসা, দস্তার মতো খনিজ উৎসের অনুসন্ধানু চালানো হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে গত মাসে আমরা অস্ট্রেলিয়া সফর করেছি। খনিজগুলি সুরক্ষিত করতে এবং দেশকে শক্তির উৎস হিসেবে রূপান্তরিত করতে সমস্তরকম প্রচেষ্টা চলছে। প্রহ্লাদ জোশী আরও বলেন, কয়লা খনি ছাড়াও পিএসইউ দ্বার অব্যবহৃত খনিজ ব্লকগুলি নিলাম করা হবে।

English summary
Central Government initiates for auction seventeen mines which are surrendered by PSU.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X