For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবর! দিওয়ালিতে ৩ ভাতা সহযোগে অক্টোবর থেকেই বাড়তি বেতন সরকারি কর্মীদের

সুখবর! দিওয়ালিতে ৩ ভাতা সহযোগে অক্টোবর থেকেই বাড়তি বেতন সরকারি কর্মীদের

Google Oneindia Bengali News

সরকারি কর্মীদের জন্য দিওয়ালিতেই সুখবর অপেক্ষা করছে। এবার অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে তিনটি ভাতা। তিন ভাতা-সহযোগে নভেম্বরের প্রথমেই বাড়তি বেতন ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। দিওয়ালি বাম্পারে এবার তিনটি ভাতা সরকারি কর্মীরা পাবেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দাক্ষিণ্যে।

এবার বেতন অনেকটাই বেশি হবে কেন্দ্রের কর্মীদের

এবার বেতন অনেকটাই বেশি হবে কেন্দ্রের কর্মীদের

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৩ শতাংশ ডিএ বা মহার্ঘ্যভাতা মঞ্জুর করেছে নরেন্দ্র মোদী সরকার। ২৮ শতাংশ থেকে ডিএ বেড়ে হয়েছে ৩১ শতাংশ। ফলে সেই বাড়তি ডিএ-র ঠাকা অক্টোবর মাসের বেতনের সঙ্গেই পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ফলে এবার বেতন অনেকটাই বেশি হবে কেন্দ্রের কর্মীদের।

সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ

সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ

সপ্তম পে কমিশমনের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। সেইমতো বর্ধিত ডিএ-র টাকা এবরা বেতনের সঙ্গে যেমন পাবেন সরকারি কর্মীরা, তেমনই আরো দুটি ভাতা তাঁরা পাবেন। হাউজ রেন্ট অ্যালাউন্স ও এডুকেশন অ্যালাউন্স। অর্থাৎ বাড়ি ভাড়ার ভাতা এবং শিক্ষা ভাতাও সরকারি কর্মীরা এবার সবেতন পাবেন।

তিনটি ভাতা যোগ হয়ে সরকারি কর্মী পাবেন বাড়তি বেতন

তিনটি ভাতা যোগ হয়ে সরকারি কর্মী পাবেন বাড়তি বেতন

এবার সরকারি কর্মীদের অ্যাকউন্টে ভারী অঙ্কের টাকাই ঢুকবে। অনেক বেশি বেতন পাবেন তিনটি ভাতা সহযোগে। দিওয়ালির মরশুমে অর্থাৎ নভেম্বরের মাস মাইনের সঙ্গে তিনটি ভাতা যোগ হয়ে যে টাকা পাবেন সরকারি কর্মীরা, তা অনেকটাই বেশি। ফলে খুশির আমেজ সরকারি কর্মীদের মনে। গত সপ্তাহে পে কমিশনের সুপারিশে যে খুশির খবর এসেছিল, তার সঙ্গে যুক্ত হল আরও দুটি ভাতা।

সপ্তম পে কমিশনের সুপারিশে বাড়তি বেতন কর্মীদের

সপ্তম পে কমিশনের সুপারিশে বাড়তি বেতন কর্মীদের

সপ্তম পে কমিশনের সুপারিশের ফলে কেন্দ্রীয় সরকারি ৪৭.১৭ লক্ষ সরকারি কর্মী ও ৬৮.৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। যদি কোনও সরকারি কর্মীর বেসিক স্যালারি ১৮ হাজার টাকা হয়। তিনি সেক্ষেত্রে ২৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন ৫০৩০ টাকা। ৩ শতাংশ ডিএ বর্ধিত হয়ে ৩১ শতাংশ হওয়ায় তার পরিমাণ দাঁড়াবে ৫৫৮০ টাকা। অর্থাৎ ৫৫০ টাকা বেশি বেতন পাবেন সেই সরকারি কর্মী।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা

এখানেই শেষ নয়, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুয়ায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের সন্তানদের জন্য ২২৫০ টাকা শিক্ষা ভাতাও মিলবে। গতবার করোনার প্রকোপে সরকারি কর্মীরা এই ভাতার দাবি থেকে বিরত ছিলেন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুই সন্তানের পড়াশোনার জন্য ২২৫০ টাকা করে ভাতা পাবেন। অর্থাৎ যাঁদের দুই সন্তান রয়েছে তাঁরা ৪৪৫০ টাকা বাড়তি বেতনও পাবেন।

হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধি ২ শতাংশ, ফলে বাড়ছে বেতন

হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধি ২ শতাংশ, ফলে বাড়ছে বেতন

এছাড়া কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধি করেছে। এই এইচআরএ-র পরিমাণ ছিল ২৫ শতাংশ। তা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ২৭ শতাংশ হয়েছে এইচআরএ। ফলে এই বাড়তি টাকাও মিলবে এবার বেতনের সঙ্গে। অর্থাৎ তিনটি ভাতা সহযোগে এবার আরও মোটা অঙ্কের বেতন মিলবে সরকারি কর্মীদের।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর মমতার সরকারের, ছটের ছুটির দিন পরিবর্তনরাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর মমতার সরকারের, ছটের ছুটির দিন পরিবর্তন

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Central government employees will get extra salary with three allowances before Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X