For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশব্যপী লকডাউনের মধ্যেও বন্ধ থাকবে না কৃষিকাজ, নির্দেশ কেন্দ্র সরকারের

  • |
Google Oneindia Bengali News

সারাদেশ কার্যত তালাবন্ধ করোনার জেরে, হেলে পড়েছে অর্থনীতি, টান পড়েছে বাজারেও। দেশের মানুষ চাতকের মত তাকিয়ে রয়েছে সুদিনের আশায়। হুহু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা বহাল থাকলেও যোগান কোথায়? এরমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন দেশব্যাপী লকডাউনের কোনোও প্রভাব পড়বে না কৃষিক্ষেত্রে, চলবে কৃষিকাজ।

লকডাউনে থেমে থাকবে না কৃষিকাজ

লকডাউনে থেমে থাকবে না কৃষিকাজ

দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ১৩১ কোটির দেশে মহামারী রুখতে দুর্ভিক্ষ দেখা দেবে না তো? এই চিন্তায় ইতিমধ্যেই তোলপাড় দেশের বিশেষজ্ঞ মহল। এদিন কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়,জনসাধারণের প্রয়োজনীয় পরিষেবা এবং বাজারে খাদ্য দ্রব্যের যোগান সুনিশ্চিত করতে অব্যাহত থাকবে কৃষিকাজ।

বন্ধ উড়ান, ট্রেন সহ সমস্ত অন্তর্দেশীয় পরিবহন

বন্ধ উড়ান, ট্রেন সহ সমস্ত অন্তর্দেশীয় পরিবহন

গত ২৪ শে মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী উড়ান, রেল সহ সমস্ত আন্তঃদেশীয় গণপরিবহন গুলির উপর নিষেধাজ্ঞা জারি করেন। বন্ধ সরকারি বেসরকারি বেশির ভাগ কর্মক্ষেত্র। কিন্তু, এই পরিস্থিতিতে গ্রামীণ অর্থনীতি একেবারেই ধসে পড়ার মুখে এসে দাঁড়িয়েছিল। লক্ষ লক্ষ কৃষক ফসল বপন করেও তুলতে পারছিলেন না। এদিনে প্রয়োজনীয় পরিষেবার আওতায় কৃষিকাজকে রেখে লকডাউন থেকে কৃষিব্যবস্থাকে সম্পূর্ণ অব্যাহতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিরাপদ উপায়েই চলবে কৃষিকাজ

নিরাপদ উপায়েই চলবে কৃষিকাজ

বিবৃতিতে জানানো হয়, ফসল বপন থেকে শুরু করে ফসল তোলা সমস্ত কাজই করতে পারবেন কৃষকরা। খোলা থাকবে কৃষির প্রয়োজনীয় সরঞ্জামের সমস্ত দোকান। তবে মহামারী থেকে বাঁচতে কীভাবে নিরাপদ ও সুরক্ষিত থেকে এই কৃষিকাজ সম্পন্ন হবে তা নিয়ে শীঘ্রই সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

English summary
Farming will not be closed in nationwide lockdown, Instruction of the Central Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X