For Quick Alerts
For Daily Alerts
সফল হল 'ড্রাই রান', জানুয়ারিতেই কেন্দ্রের সবুজ সংকেত পেতে চলেছে কোভিশিল্ড
দুই দিন আগে শুরু হয়েছিল করোনা ভ্যাকসিনের 'ড্রাই রান।' অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, গুজরাত এবং অসমে করোনা ভ্যাকসিনের ড্রাই রান হয়। সেই ড্রাই রান সফল বলে এদিন জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই ড্রাই রানের মাধ্যমে প্রাথমিক ভাবে দেখে নেওয়া হয় করোনা টিকা প্রয়োগের পদ্ধতির সম্ভাব্য ত্রুটি বিচ্যুতি।
{photo-feature}