For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বিপদে কৃষকের পাশে মোদী সরকার! ১৪টি খরিফ শস্যের দাম বাঁধল কেন্দ্র

করোনার সংকটকালে চাষিদের স্বস্তি দিতে মোদী সরকারের বড় পদক্ষেপ! ১৪ খরিফ ফসলের দাম বাঁধল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

পঞ্চম দফা লকডাউন আজ শুরু হয়েছে দেশে। এরমধ্যে লকডাউনে কেটে গিয়েছে গত আড়াই মাস। সেভাবে চাষাবাদের পর লাভের মুখ দেখেননি বহু চাষি। তারএপর পঙ্গপালের দৈরাত্মে প্রবল ক্ষতির মুখে দেশের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

 চাষিদের স্বস্তি দিয়ে ..

চাষিদের স্বস্তি দিয়ে ..

' ১৪ টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে ৫০-৮৩ শতাংশে। যাতে দেশের চাষিরা স্বস্তি পান।' এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে হাজির থেকে একথা জানিয়েছেন নরেন্দ্র তোমার।

কৃষি ক্ষেত্রে নজর

কৃষি ক্ষেত্রে নজর

এর আগে জানা গিয়েছিল, কৃষকদের পরিস্থিতি মজবুত করতে একটি নতুন কৃষিক্ষেত্র বিষয়ক আইন আসতে পারে এএমপিসি অ্যাক্টের জায়গায়। এই বিষয়ে এবার একটি অর্ডিন্যান্স জারি হবে বলে মনে করা হচ্ছে। যাতে চাষিরা সহজে রাজ্য থেকে রাজ্যে ফসল বিক্রি করতে পারেন, তার চেষ্টায় রয়েছে সরকার।

ক্ষুদ্র শিল্পে সহায়তা

ক্ষুদ্র শিল্পে সহায়তা

ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পক্ষেত্রে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, তার জন্য এদিন কেন্দ্রের তরফে বেশ কিছু সংজ্ঞা পাল্টে দেওয়া হয়। যে সমস্ত সংস্থার টার্নওভার ১০০ কোটি থেকে ২৫০ কোটি , তাদের মাঝারি শিল্পের আওতায় রাখা হয়েছে। এমএসএমইকে চাঙ্গা করতে ২০,০০০ কোটি টাকার ঋণের কথাও এদিন জানানো হয়েছে।

মোদীর বৈঠক

মোদীর বৈঠক

এদিন মন্ত্রিসভার সমস্ত সদস্যের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। আনলক ডে ১ -এর এই বৈঠকে দেশের বিভিন্ন ধুঁকে পড়া ক্ষেত্রকে চাঙ্গা করতে গেমপ্ল্যান স্থির হয়। এরপরই কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকরের নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

বসিরহাটে ঘরে ফিরল ৩ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিকবসিরহাটে ঘরে ফিরল ৩ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক

English summary
Central Gocernment Gives relief to farmers,approves hike in MSP FOR 14 CROPS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X