For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ মোদী মন্ত্রিসভার

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করল। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

Google Oneindia Bengali News

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করল। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ২৪ অক্টোবর নির্বাচনের ফল প্রকাশ পেলেও এখনও মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারেনি কোনও দল।

রাজভবন থেকে বিবৃতি জারি করে সুপারিশের খবর নাকচ করা হয়

রাজভবন থেকে বিবৃতি জারি করে সুপারিশের খবর নাকচ করা হয়

এর আগে রটে যায় যে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানিয়েছেন। তবে এই খবরকে নাকচ করে রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যপাল এমন কোনও পদক্ষেপ নেননি। এদিকে এনসিপির তরফেও দাবি করা হয় যে রাষ্ট্রপতি শাসনের কোনও খবর তাদের কাছে এখনও নেই। প্রসঙ্গত, আজ সন্ধ্যা সাড়ে আটটার মধ্যে এনসিপিকে সরকার গঠনের জন্য সমর্থনের ম্যাজিক সংখ্যা সমেত রাজ্যপালের সঙ্গে দেখা করতে হবে। এনসিপি সংখ্যা জোগারে ব্যর্থ হলে রাষ্ট্রপতি শাসন ছাড়া মহারাষ্ট্রে গতি নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তবে ঘনিয়ে আসছে রাষ্ট্রপতি শাসন

তবে ঘনিয়ে আসছে রাষ্ট্রপতি শাসন

ক্রমশই রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। সোমবার এনডিএ জোট থেকে বেরিয়ে এসে এনসিপি ও কংগ্রেসের হাত ধরে সরকার গড়ার পথে হাটে শিবসেনা। তবে রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে সম্পূর্ণ বিপরিত মেরুতে থাকায় শিবসেনার সঙ্গে জোটে যেতে অনীহা কংগ্রেসের। এই কারণেই সোমবার রাজ্যপালের কাছে শিবসেনা গেলেও পৌঁছায়নি কংগ্রেস ও এনসিপির সমর্থন পত্র।

কোনও দলই সরকার গঠন করতে পারছে না

কোনও দলই সরকার গঠন করতে পারছে না

গত শনিবার একক বৃহত্তম দল হিসাবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তখন বিজেপিকে তিন দিনের সময় দিয়েছিলেন তিনি। বিজেপি পরে জানিয়ে দেয় যে এই মুহূর্তে সরকার গঠনের সংখ্যা নেই তাদের কাছে। এরপরেই ডাক পরে উদ্ধবের সেনার। তবে তাদের দেওয়া হয় মাত্র একদিন। সেই ২৪ ঘণ্টাতেই তারা আপ্রাণ চেষ্টা করলেও কংগ্রেসকে দলে টানতে ব্যর্থ হয় সেনা। তারা তাদের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর আবেদন জানালেও তা খারিজ করে দিয়ে এনসিপিকে তলব করেন রাজ্যপাল। এখন আজ সন্ধ্যার মধ্যে যদি এনসিপি সেনার সমর্থন জোগার করে সরকার গঠনেরর আবেদন না জানাতে পারে তবে রাষ্ট্রপতি শাসন এখন সময়ের অপেক্ষা মাত্র।

বর্তমান পরিস্থিতিতে এনসিপির বক্তব্য

বর্তমান পরিস্থিতিতে এনসিপির বক্তব্য

এদিকে এই বিষয়ে এনসিপির মুম্বই শাখার প্রধান নবাব মালিক বলেন, "আজ আমাদের দলের বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ৫৪ জন বিধআয়ের সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের অনিশ্চিত এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সরকার গঠনের সমস্ত সিদ্ধান্ত নেবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। কংগ্রেসের তিন শীর্ষ নেতা, আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খার্গে ও কেসি বেণুগোপাল বিকেল পাঁচটার সময় মুম্বই পৌঁছাচ্ছেন। তাঁরা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনটি দল এক সঙ্গে না এলে মহারাষ্ট্রে স্থিতিশীল সরকার গঠন সম্ভব হবে না।"

English summary
central cabinet under narendra modi recommends for president's rule in maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X