For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিনের মূল্যহ্রাস করবে সিরাম ইনস্টিটিউট-ভারত বায়োটেক! আর্জি কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে তাদের করোনা ভ্যাকসিনের দাম হ্রাস করার আর্জি জানিয়েছে। ১ মে থেকে ১৮ বছরের বেশি সকল প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি শুরুর আগে কেন্দ্রের এই আর্জি বিশেষ তাৎপর্যপূর্ণ।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকার সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে তাদের করোনা ভ্যাকসিনের দাম হ্রাস করার আর্জি জানিয়েছে। ১ মে থেকে ১৮ বছরের বেশি সকল প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি শুরুর আগে কেন্দ্রের এই আর্জি বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন দেখার কেন্দ্রের আর্জির পরে ভারত বায়োটেক ও সিরাম টিকার দাম কমায় কি না।

করোনা ভ্যাকসিনের মূল্যহ্রাসের আর্জি কেন্দ্রের

উল্লেখ্য, ভারত বায়োটেক তার কোভাক্সিন রাজ্যকে ডোজ প্রতি ৬০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ১,২০০ টাকায় বিক্রি করবে বলে জানিয়েছিল। অন্যদিকে ভারতের সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিন রাজ্য সরকারগুলিকে ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৬০০ টাকায় বিক্রি করবে বলে জানিয়েছে। উভয় ভ্যাকসিনই ডোজ প্রতি ১৫০ টাকা করে কেন্দ্রীয় সরকার পাবে।

বিরোধী দলের তরফে থেকে এবং বেশ কয়েকটি রাজ্য অভিযোগ করেছে যে, সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক যে ভ্যাকসিনগুলি বিক্রি করছে তার দাম খুব বেশি এবং এই সিদ্ধান্ত রাজ্যগুলিকে চরম আর্থিক বোঝা চাপিয়ে দেবে। রাজ্যগুলি অভিযোগ করে, ভ্যাকসিন নির্মাতাদের একটি বড় মুনাফা পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রের জন্য অভিন্ন দাম থাকা উচিত বলে মনে করেন বিরোধীরা।

এরপর মন্ত্রিপরিষদের সচিব রাজীব গৌবার সভাপতিত্বে এক বৈঠকে ভ্যাকসিন প্রাইসের বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটকে দাম কমানোর বার্তা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ভ্যাকসিনগুলির জন্য সংশোধিত মূল্য নির্ধারণ করবে ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট।

১ মে থেকে শুরু হওয়া নতুন টিকাদান কর্মসূচির আওতায় ভ্যাকসিন নির্মাতারা তাদের মাসিক সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরির ৫০ শতাংশ ডোজ কেন্দ্রীয় সরকারকে সরবরাহ করবে এবং বাকি ৫০ শতাংশ ডোজ রাজ্য সরকারগুলিকে এবং খোলা বাজারেও দিতে পারবে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক এরই মধ্যে তাদের ভ্যাকসিনগুলির মূল্য নির্ধারণ করেছে। এবার সংশোধিত মূল্য নির্ধারণের অপেক্ষা।

English summary
Central asked Serum Institute and Bharat Biotech to explore the possibilities of reducing prices of Corona vaccines.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X