For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ টাকার পেট্রোলে আপনি কত ট্যাক্স দেন কেন্দ্র-রাজ্যকে, জানলে চোখ কপালে উঠবে

২০১৯-এর পর নাগাড়ে বাড়ছিল পেট্রোল ও ডিজেলের দাম। তারপর পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি ১৩৭ দিন। কিন্তু যুদ্ধের আবহের মধ্যে ফের বাড়ল দাম। আবারও প্রশ্ন উঠল। কেন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম?

Google Oneindia Bengali News

২০১৯-এর পর নাগাড়ে বাড়ছিল পেট্রোল ও ডিজেলের দাম। তারপর পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি ১৩৭ দিন। কিন্তু যুদ্ধের আবহের মধ্যে ফের বাড়ল দাম। আবারও প্রশ্ন উঠল। কেন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম? সে প্রশ্ন তো থাকবেই। কিন্তু জানেন কি যে টাকা দিয়ে আপনি পেট্রোল কিনছেন, তার মধ্যে কত টাকা ট্যাক্স দিচ্ছেন?

১০০ টাকার পেট্রোল কিনলে তার ৫০ টাকা ট্যাক্স

১০০ টাকার পেট্রোল কিনলে তার ৫০ টাকা ট্যাক্স

রাজ্যওয়াড়ি এই ট্যাক্সের পরিমাণ ভিন্ন। পেট্রোলের দামে কেন্দ্র ও রাজ্য উভয়েই ট্যাক্স নেয়। সেই ট্যাক্সের পরিমাণ এতটাই যে, আপনি সেই পরিমাণ জানতে আঁতকে উঠবেন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় ৫০ শতাংশ ট্যাক্স দিতে হচ্ছে আপনাকে। অর্থার ১০০ টাকার পেট্রোল কিনলে তার ৫০ টাকা আপনি ট্যাক্স হিসেবে দিচ্ছেন বাকি ৫০ টাকা আপনার তেলার দাম।

ভারতের বাজারেও বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম

ভারতের বাজারেও বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম

১৩৭ দিন পর পেট্রোলের দাম যখন বাড়ল, তখন স্বভাবতই প্রশ্ন উঠেছে কেন বাড়ল। তার কারণও রয়েছে। রাশিয়া-ইউক্কেন যুদ্ধ চলছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে আকাশছোঁয়া। সে কারণেই ভারতের বাজারেও বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। কিন্তু সেই দামে কি রাশ টানতে পারে না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার।

পেট্রোলের দাম বাড়ার আশঙ্কায় ট্যাক্সের রকমারি

পেট্রোলের দাম বাড়ার আশঙ্কায় ট্যাক্সের রকমারি

মঙ্গলবার তেল সংস্থাগুলি বর্ধিত দামের কথা ঘোষণা করেছে। পেট্রোল বেড়েছে লিটার প্রতি ৮ পয়সা। ডিজেলও তাই। আরও বাড়তে পারে দাম, সেই আশঙ্কাও আছে। এই পরিস্থিততে একবার চোখ মেলে দেখা যাক কোন রাজ্যে পেট্রোলের দামে কত টাকা ট্যাক্স পাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার।

১০০ টাকার পেট্রোলে কেন্দ্র ও রাজ্য কত পায়

১০০ টাকার পেট্রোলে কেন্দ্র ও রাজ্য কত পায়

১০০ টাকার পেট্রোল কিনলে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৩৪ টাকা থেকে ৫৩ টাকা পর্যন্ত ট্যাক্স পায় কেন্দ্র ও রাজ্য সরকার। রাজধানী দিল্লিতে কেন্দ্র ও রাজ্য মোট ট্যাক্স পায় ৪৫ টাকা ৩০ পয়সা। তার মধ্যে কেন্দ্রীয় সরকার পায় ২৯ টাকা। আর রাজ্য সরকার পায় ১৬ টাকা ৩০ পয়সা। সবথেকে বেশি ট্যাক্স খাতে যায় মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ট্যাক্সের পরিমাণ ৫২ টাকা ৫০ পয়সা। আর সবথেকে কম ট্যাক্স খাতে যায় লাক্ষাদ্বীপে। সেখানে ১০০ টাকার পেট্রোলে ট্যাক্স মোট ৩৪ টাকা ৬০ পয়সা।

কোন রাজ্যে কত ট্যাক্স নেয় কেন্দ্র ও রাজ্য

১০০ টাকার পেট্রোলে

  • লাদাখে মোট ট্যাক্স ৪৪ টাকা ৬০ পয়সা।
  • জম্মু ও কাশ্মীরে ৪৫ টাকা ৯০ পয়সা।
  • হিমাচলে ৪৪ টাকা ৪০ পয়সা।
  • উত্তরাখণ্ডে ৪৪ টাকা ১০ পয়সা।
  • পাঞ্জাবে ৪৪ টাকা ৬০ পয়সা।
  • হরিয়ানায় ৪৫ টাকা ১০ পয়সা।
  • দিল্লিতে ৪৫ টাকা ৩০ পয়সা।
  • উত্তরপ্রদেশে ৪৫ টাকা ২০ পয়সা।
  • রাজস্থানে ৫০ টাকা ৮০ পয়সা।
  • মধ্যপ্রদেশে ৫০ টাকা ৬০ পয়সা।
  • গুজরাটে ৪৪ টাকা ৫০ পয়সা।
  • দাদরা ও নগর হাভেলি ও দমন দিউয়ে ৪২ টাকা।
  • মহারাষ্ট্রে ৫২ টাকা ৫০ পয়সা।
  • ছত্তিশগড়ে ৪৮ টাকা ৩০ পয়সা।
  • তেলেঙ্গানায় ৫১ টাকা ৬০ পয়সা।
  • অন্ধ্রপ্রদেশে ৫২ টাকা ৪০ পয়সা।
  • কর্নাটকে ৪৮ টাকা ১০ পয়সা।
  • তামিলনাড়ুতে ৪৮ টাকা ৬০ পয়সা।
  • কেরলে ৫০ টাকা ২০ পয়সা।
  • লাক্ষাদ্বীপে ৩৪ টাকা ৬০ পয়সা।
  • পুদুচেরি ৪২ টাকা ৯০ পয়সা।
  • আন্দামান ও নিকোবরে ৩৫ টাকা ৩০ পয়সা।
  • ওড়িশায় ৪৮ টাকা ৯০ পয়সা।
  • পশ্চিমবঙ্গে ৪৮ টাকা ৭০ পয়সা।
  • ঝাড়খণ্ডে ৪৭ টাকা।
  • বিহারে ৫০ টাকা।
  • সিকিমে ৪৬ টাকা।
  • অসমে ৪৫ টাকা ৪০ পয়সা।
  • অরুণাচলে ৪২ টাকা ৯০ পয়সা।
  • নাগাল্যান্ডে ৪৬ টাকা ৪০ পয়সা।
  • মণিপুরে ৪৭ টাকা ৭০ পয়সা।
  • মিজোরামে ৪৩ টাকা ৮০ পয়সা।
  • ত্রিপুরায় ৪৫ টাকা ৮০ পয়সা।
  • মেঘালয়ে ৪২ টাকা ৫০ পয়সা।

English summary
Central and States get up to 50 percent tax if you pay for rupees 100 worth of Petrol.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X