For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্বানিদের হ্যামলেস এবং আর্চিসের মতো জনপ্রিয় দোকানে তল্লাশি BIS-এর! বাজেয়াপ্ত ১৮ হাজার খেলনা

মুকেশ আম্বানির দুই দোকান হ্যামলেস এবং আর্চিসে হানা দিল Bureau of Indian Standards (BIS)। গত দু'সপ্তাহ ধরে গোটা দেশের ৪৪ টি সংস্থাতে হানা দেয় সংস্থা। যার মধ্যে আম্বানিদের এই দুটি দোকানও ছিল। আর এই দীর্ঘ তল্লাশিতে অন্তত ১৮

  • |
Google Oneindia Bengali News

মুকেশ আম্বানির দুই দোকান হ্যামলেস এবং আর্চিসে হানা দিল Bureau of Indian Standards (BIS)। গত দু'সপ্তাহ ধরে গোটা দেশের ৪৪ টি সংস্থাতে হানা দেয় সংস্থা। যার মধ্যে আম্বানিদের এই দুটি দোকানও ছিল। আর এই দীর্ঘ তল্লাশিতে অন্তত ১৮ হাজার খেলনা বাজেয়াপ্ত করা হয়েছে।

আম্বানিদের হ্যামলেস এবং আর্চিসের মতো জনপ্রিয় দোকানে তল্লাশি

বিআইএসের তরফে নির্দিষ্ট করে দেওয়া কিছু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই দোকানগুলি খেলনা বিক্রি করছিল বলে অভিযোগ।

আর এরপরেই দীর্ঘ এই তল্লাশি বলে জানা যাচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা এজেন্সি (CCPA) খেলনা বিক্রি করে দেশের বৃহৎ তিনটি ই-কর্মাস সংস্থা যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলকে নোটিশ ধরিয়েছে। এই তিন ই-কর্মাস সংস্থার বিরুদ্ধেই কোয়ালিটি কন্ট্রোল অর্ডার লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। আর এরপরেই কড়া এই ব্যবস্থা।

বলে রাখা প্রয়োজন, ২০২১ সালের ১লা জানুয়ারি থেকেই BIS খেলনা বিক্রির ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল নর্মস বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। একটি একটি কোয়ালিট চেক (Quality Control Order norms)। কিন্তু অনেকেই বাধ্যতামূলক এই নিয়ম মানছে না বলে অভিযোগ। অনেকেই এই সংক্রান্ত নিয়ম মানছে না বলে অভিযোগ।

আর তা সামনে আসার পরেই দেশজুড়ে এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। তবে বিআইএসের এক আধিকারিক জানিয়েছেন, খেলনা প্রস্তুতকারী এবং বিক্রেতারা যে বিআইএসের নির্ধারিত বিধি মানছে না সেই সংক্রান্ত তথ্য তাঁদের কাছে আসছিল। আর এরপরেই দেশজুড়ে বিভিন্ন খেলনার দোকানে এই তল্লাশি বলে জানিয়েছেন ওই আধিকারিক।

বলে রাখা প্রয়োজন, Hamleys এবং Archies ছাড়াও WH Smith, Kids Zone এবং Cococart-এর মতো দোকানেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা ১৪ ডিসেম্বর থেকে গত ১২ জানুয়ারি মধ্যে চালানো হয়েছে বলে খবর। খুচরো খেলনার বিক্রেতা এই দোকানগুলির বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে Bureau of Indian Standards (BIS)-এর তরফে।]

Archies- দেশের অন্যতম বড় গ্রিটিংস কার্ড সহ বিভিন্ন ধরণের টয় বিক্রি করে থাকে। সেটি মুকেশ আম্বানির। সম্প্রতি Hamleys বলে সংস্থাটি কিনে নিয়েছে আম্বানি। আর তাঁদের দুটি দোকানেই বিএমএসের তরফে তল্লাশি চালানো হয়েছে।

English summary
Central agency seizes 18,000 toys from Mukesh Ambani's company Hamleys and archies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X