For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসাবিজ্ঞানে গরীব ছেলেমেয়েদের জন্য বিশেষ সংরক্ষণের প্রস্তুতি কেন্দ্রের

চিকিৎসাবিজ্ঞানে গরীব ছেলেমেয়েদের জন্য বিশেষ সংরক্ষণের প্রস্তুতি কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

চিকিৎসাবিজ্ঞানের স্নাতকোত্তর স্তরে আর্থিকভাবে দুর্বল ছাত্রদের জন্য বিশেষ সংরক্ষণের আবেদন করল কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট যাতে জরুরি ভিত্তিতে বিষয়ে শুনানি করে, তার জন্য দরবার করল কেন্দ্র। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এই আবেদন করে তারা।

চিকিৎসাবিজ্ঞানে গরীব ছেলেমেয়েদের জন্য বিশেষ সংরক্ষণের প্রস্তুতি কেন্দ্রের

এই মুহূর্তে নিট-পিজি (NEET-PG) কোর্সে আর্থিকবাবে দুর্বলদের জন্য কোনওরকমের সংরক্ষণের বন্দোবস্ত নেই। আর এই শূন্যস্থানই পূরণ করতে চায় সরকার। এই কারণেই জরুরিভিত্তিতে এই সংক্রান্ত শুনানির আবেদন করল তারা। কেন্দ্রের আবেদনে সাড়াও দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, তিনি শীঘ্রই প্রধান বিচারপতি এনভি রমনের সঙ্গে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করবেন। খুব সম্ভবত আগামীকাল অথবা তার পরের দিন বিষয়টি নিয়ে শুনানি হবে৷ ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ জানায়, এই সংরক্ষণের ইস্যুটি নিয়ে তিনজন বিচারপতি সক্রিয় রয়েছেন। তাঁর কথায়, 'আজকের কাজ শেষ হওয়ার পরই আমি প্রধান বিচারপতি এনভি রমনের কাছে এই কেসটির লিস্টিংয়ের জন্য আবেদন করব।' প্রাথমিকভাবে আগামী ৬ জানুয়ারি এর শুনানি হওয়ার কথা।

রবিবার এই ইস্যুতে একটি আবেদনপত্র জমা দেয় কেন্দ্রীয় সরকার। তাতে লেখা রয়েছে, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সুপারিশ গ্রহণ করেছে। যে সমস্ত ছাত্রদের পারিবারিক আয় বাৎসরিক আট লক্ষের কম তাদের আর্থিকভাবে দুর্বল হিসেবে চিহ্নিত করা হবে। এর দরুণ তারা নিট-পিজিতে বিশেষ সংরক্ষণের সুবিধা লাভ করবে।

সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট বিভাগের সচিব আর সুভ্রমন্যম সুপ্রিম কোর্টে বলেন, ' অত্যন্ত সম্মানের সঙ্গে এটা জানাচ্ছি যে, বিশেষ কমিটির সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষত নতুন ক্রাইটেরিয়া সংক্রান্ত সমস্ত উপদেশও গ্রহণ করেছে সরকার।'

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর একটি বিশেষ কমিটি গঠন করেছিল সরকার। যাতে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে চিহ্নিত করা যায়, তার জন্যই গঠিত হয়েছিল এই কমিটি। প্রাক্তন অর্থসচিব অজয় ভুষণ, আইসিসিআর সদস্য ভিকে মালহোত্র, কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল এই তিন সদস্যের কমিটির অঙ্গ ছিলেন।

English summary
Center wants special reservation for Poor Children in Medical study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X