For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনই হচ্ছে না দেশব্যাপী এনআরসি, নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের মাঝেই স্পষ্ট জানাল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার কেন্দ্র সরকার আবারও জানায় যে দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জী প্রস্তুত করার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। লোকসভায় একটি লিখিত বিবৃতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, "এখন অবধি জাতীয় পর্যায়ে ভারতীয় নাগরিকদের জাতীয় নিবন্ধ প্রস্তুত করার বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি।"

এখনই হচ্ছে না দেশব্যাপী এনআরসি

এই বিষয়ে দীর্ঘদিন ধরে লাগাতার বিরোধিতা করতে দেখা যায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে। দুদিন আগেই কংগ্রেস এনআরসি, এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধক বা এনপিআরকে চূড়ান্ত ভাবে 'অগণতান্ত্রিক’ অ্যাখ্যা দিয়ে সংসদে সরব হয় তারা।

অন্যদিকে সমস্ত আলোচনা থামিয়ে সিএএ, এনপিআর এবং নাগরিকদের জাতীয় নিবন্ধের বিষয়ে আলোচনা করতে ইতিমধ্যেই বিধি ২৬৭-র অধীনে নোটিশ দিতে দেখা গেছে ডিএমকে, সিপিআই, সিপিআই(এম), এনসিপি, আরজেডি, টিএমসি, এসপি এবং বিএসপিকেও।

এই প্রসঙ্গে রাজ্যসভায় বিরোধী দলনেতা গোলাম নবী আজাদ বলেন, “নাগরিকত্ব বিলটি আইন হয়ে যাওয়ার পরেও গত দু মাস ধরে পুরো দেশ আন্দোলনে রাস্তায় রয়েছে। এর আগেও এনপিআর করা হয়েছিল, তবে প্রশ্নগুলি অনেক সহজ ছিল। তবে এই সরকারের অধীনে হতে চলা এনপিআরে অন্যান্য বিবরণ যেমন জন্ম তারিখের মতো একাধিক বিষয়ে বারবার জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকার জোর করে ইন্দু-মুসলিম বিভাজন তৈরির চেষ্টা করছে।”

English summary
NRC is not happening nationwide right now, The center said in the midst of protests against citizenship law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X