For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Covid Managament: চিনে কোভিড সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা! রাজ্যগুলিকে কেন্দ্রের চেকলিস্ট

Covid Managament: চিনে কোভিড সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা! রাজ্যগুলিকে কেন্দ্রের চেকলিস্ট

  • |
Google Oneindia Bengali News

চিনে কোভিডের সংক্রমণ বৃদ্ধিতে এদেশে চিকিৎসার প্রস্তুতি যাচাইয়ে মক ড্রিল করতে বলেছে কেন্দ্র। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে সেই মক ড্রিল করা হবে। এদেশেও কোভিড সংক্রমণ বাড়লে যাতে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা যায়, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 ২৭ ডিসেম্বর মক ড্রিল

২৭ ডিসেম্বর মক ড্রিল

কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে মক ড্রিলে হাসপাতালের শয্যা, রসদ, মানব সম্পদ, মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ওপরে দৃষ্টি দিতে বলা হয়েছে। শনিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছএন, যে কোনও জরুরি অবস্থা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই কারণে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে কোভিডে স্বাস্থ্য-সুবিধা যাচাই করতে মক ড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় তরঙ্গে সামনে এসেছিল ভঙ্গুর স্বাস্থ্য পরিকাঠামো

দ্বিতীয় তরঙ্গে সামনে এসেছিল ভঙ্গুর স্বাস্থ্য পরিকাঠামো

২০২১-এর মাঝামাঝি সময়ে সারা দেশে ছড়িয়েছিল সেকেন্ড ওয়েভ। সেই সময় দেশের স্বাস্থ্য পরিকাঠামোর ভঙ্গুর চিত্রটা সামনে এসে পড়েছিল। সেই সময় অক্সিজেনের অভাবে রোগীজের অবস্থাও দেখেছেন সবাই। এছাড়াও হাসপাতালের বেড খুঁজতে আত্মীয়দের শহরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে যেতেও দেখা গিয়েছে।

 যেসব বিষয়ের ওপরে নজর

যেসব বিষয়ের ওপরে নজর

  • কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে আইসোলেশন এবং লাইফ সাপোর্ট বেডের দিকে নজর দিতে বলা হয়েছে। ভৌগলিকভাবে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।
  • সব জেলাতেই যাতে চিকিৎসার সুবিধা থাকে সেদিকে নজর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। চিঠিতে আইসোলেশন বেড, অক্সিজেন সাপোর্টেড আইসোলেশন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটর সাপোর্টেড বেডের কথাও উল্লেখ করা হয়েছে।
  • পাশাপাশি এই মক ড্রিলে কোভিডের তরঙ্গ মোকাবিলায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ যে মানব সম্পদের প্রয়োজন, সেই বিষয়টির দিকে নজর দিতে বলা হয়েছে। এই মক ড্রিলে আয়ুষ চিকিৎসক অঙ্গনওয়াড়িকর্মীদেরও যুক্ত করতে বলা হয়েছে।
  • এছাড়াও বলা হয়েছে স্বাস্থ্যকর্মীরা কোভিড রোগী এবং মেডিক্যাল অক্সিজেন সরবরাহ ঠিকঠাক মতো করতে পারছেন কিনা তাও দেখতে বলা হয়েছে।
  • এই মুহূর্তে পরীক্ষার সংখ্যা বাড়াতে আরটি পিসিআর এবং র‍্যাপিড অ্যান্টিজেন কিটের সহজ লভ্যতার কথাও বলা হয়েছে।
  • আগের তরঙ্গগুলিতে বারে বারে মেডিক্যাল অক্সিজেনের অপ্রতুলতার কথা উঠেছে। সেই কারণে এই বিষয়টির ওপরেও ফোকাস দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, পিএসএ প্ল্যান্ট, তরল অক্সিজেন স্টোরেড ট্যাঙ্ক, মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেমে নজর দিতে বলা হয়েছে।
সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার ডাক কেন্দ্রের

সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার ডাক কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে চিন, দক্ষিণ কোরিয়া-সহ পাঁচটি দেশ থেকে আসা যাত্রীদের আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আগের তরঙ্গগুলিতে রাজ্যগুলি যেমন সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করেছিল এবারও সেইভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন।

English summary
Center's Checklist to states on Warning of Rising Covid Infections in China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X