বন্যা বিধ্বস্ত বিহার-কর্নাটককে অতিরিক্ত অর্থ সাহায্য ঘোষণা কেন্দ্রের
বন্যায় বিধ্বস্ত বিহার ও কর্নাটককে আরও অর্থ সাহায্যের কথা ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এদিন নির্মলা সীতারামন ১৮১৩.৭৫ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। অগস্ট এবং সেপ্টেম্বরে বন্যায় ভীষণ ভাবে ক্ষতি গ্রস্ত হয়েছে এই দুই রাজ্য। তারপরেই এই আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে।
কর্নাটকের জন্য ১২০০ কোটি টাকা এবং বিহারের জন্য ৬১৩.৭৫ কোটি টাকা আর্থিক সাহায্যে দেওয়া হবে। জাতীয় বিপর্যয় তহবিল থেকেই এই অর্থ সাহায্যে দেওয়া হচ্ছে দুই রাজ্যকে এমনই জানানো হয়েছে।

দুই দফায় বিহারকে এই আর্থিক সাহায্যে দেওয়া হবে। প্রথম দফায় ৪০০ কোটি টাকা দেওয়া হবে। আর দ্বিতীয় দফায় ২১৩ কোটি টাকা দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
সেপ্টেম্বর মাসের শেষে প্রবল বর্ষণে বিহারের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। পাটনা শহরে পর্যন্ত জল জমে গিয়েছিল। তখনই বিহােরর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা। তবে রাজ্য সরকারের হাতে যাতে দ্রুত সেই টাকা পৌঁছে যায় সেকারণে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে ২০১৯ সালে বর্ষায় ১৩ রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নাটকে শুধু মারা গিেয়ছেন ৮০ জন। আর বিহারে মৃত্যু হয়েছে ৭৩ জনের। আর্থিক সাহায্যের জন্য আগেই কেন্দ্রের কাছে দরবার করেছিল এই দুই রাজ্য।