এমএসপি নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি কেন্দ্রের! কৃষি বিল নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত প্রিয়াঙ্কা
নয়া কৃষি বিল নিয়ে দেশজোড়া তুমুল কৃষি বিক্ষোভের মাঝেই চাপের মুখে পড়ে গম সহ ৬ টি রবি শস্যের নূন্যতম সহায়ক মূল্য(এমএসপি) বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। কিন্তু তাতেও যে বিশেষ চিড়ে ভেজেনি তা পাঞ্জাব ও হরিয়ানার ব্যাপক কৃষি আন্দোলনের ধার দেখেই বোঝা যায়। এবার এই এমএসপি ইস্যুতেই ফের কেন্দ্রকে শূলে চড়ালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

কৃষি বিল নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কার সাফ দাবি এমএসপি বৃদ্ধির ঘোষণা করে আদপে কৃষকদের ভুল পথে চালিত করেছে বিজেপি সরকার। দিয়েছে মিথ্যা প্রতিশ্রুতিও।বর্তমানে উত্তরপ্রদেশের মতো অনেক বিজেপি শাসিত রাজ্যই অভিযোগ করছে মুখে ঘোষণা করা হলেও আদপে বাড়েনি সহায়ক মূল্য। বেশিরভাগ ফসলেই উৎপাদন খরচের থেকেও সহায়ক মূল্য অনেকটাই নীচে রয়েছে। যাতে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে বিজেপি সরকার
এদিকে শুরু থেকেই ২২টি কৃষি পণ্যে ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা আদায়ে জোরদার আন্দোলনে নামতে দেখা যায় গোটা দেশের কৃষকদের একটা বড় অংশ। যদিও ২২টি কৃষি পণ্য তো দূর, এবার আগে সরকারের দেওয়া প্রতিশ্রুতি সরকারই রাখতে ব্যর্থ হচ্ছে বলে তীব্র কটাক্ষ করতে দেখা যায় সোনিয়া তনয়াকে।

কৃষি বিলের প্রতিবাদে ফের দিল্লি চলো অভিযানের ডাক
প্রিয়াঙ্কার অভিযোগ, নয়া কৃষি বিলের হাত ধরে কর্পোরেট সংস্থা গুলির হাত শক্ত করছে কেন্দ্র। উল্টে পরোক্ষভাবে এমএসপি এবং সরকারি মান্ডি তুলে দেওয়ার চক্রান্তও চালাচ্ছে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী সপ্তাহেই ফের কৃষি বিলের প্রতিবাদে উত্তাল হতে চলেছে দেশ। কালা আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই ২৬ ও ২৭ নভেম্বর দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে দেশের সবথেকে বড় সংগঠন সর্বভারতীয় কৃষক সংহতি সমন্বয় কমিটি বা এআইকেএসসিসি।
নানা ইস্যুতে বাম, কংগ্রেসের জোটে জট! এবার নামছেন রাহুল গান্ধী