For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার রাজ্যের জিএসটিতে ভাগ বসাতে চলেছে কেন্দ্র

রাজ্যগুলির জিএসটি ভাগাভাগি পুনর্বিবেচনা করতে চায় কেন্দ্রীয় সরকার। যদিও নভেম্বরে জিএসটি সংগ্রহে কোনও ঘাটতি ধরা পড়েনি।

Google Oneindia Bengali News

রাজ্যগুলির জিএসটি ভাগাভাগি পুনর্বিবেচনা করতে চায় কেন্দ্রীয় সরকার। যদিও নভেম্বরে জিএসটি সংগ্রহে কোনও ঘাটতি ধরা পড়েনি। কিন্তু গত কয়েকমাসে জিএসটি সংগ্রহে যেভাবে ঘাটতি দেখা দিয়েছিল তাতে সরকারের কোষাগার সংকটে পড়েছিল। এবার তাই নজর পড়েছে রাজ্যের ভাগের দিকে।

ধুঁকছে দেশের অর্থনীতি

ধুঁকছে দেশের অর্থনীতি

মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের অর্থনীতি ধুঁকতে শুরু করেছে। যার প্রভাব পড়েছে জিএসটি সংগ্রহতেও। যার যেরে সংকট আরও গভীর হয়েছে। কোষাগারের ঘটাতি পূরণে একাধিক পন্থা নিতে শুরু করেছেন মোদী সরকার। যার মধ্যে অন্যতম রাজ্যের জিএসটির ভাগাভাগি নিয়ে এবার পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

জিএসটি আদায়ে ঘাটতি

জিএসটি আদায়ে ঘাটতি

গত কয়েকমাস ধরে দেশের জিএসটি সংগ্রহে ঘাটতি দেখা দিয়েছে। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত গোটা দেশে ৮.০৫ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে। তাতে ঘাটতি ১ লাখ কোটি টাকার। ১৪ তম অর্থ কমিশন অনুযায়ী কেন্দ্র রাজ্য যে জিএসটি ভাগাভাগি নির্দিষ্ট করা হয়েছিল। এবার সেটি নিয়েই আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় সরকার।

জিএসটি রিটার্নে গাফিলতি

জিএসটি রিটার্নে গাফিলতি

গত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার জিএসটি রিটার্নে গাফিলতি শুরু করেছে। এই নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, পদুচেরী, কেরল, রাজস্থান, ছত্তিশগড়ের অর্থমন্ত্রীরা কেন্দ্রের কাছে এই নিয়ে দরবারও করেছেন। কিন্তু কেন্দ্রের তরফে এখনও তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে ১৫তম অর্থ কমিশন গঠন করে জিএসটি ভাগাভাগিতে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে মোদী সরকার। যার মূল উদ্দেশ্যই হল সরকারের কোষাগার পূর্ণ করা।

নাগরিকত্ব বিলে জেডিইউ সমর্থন করতেই নীতীশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রশান্ত কিশোরনাগরিকত্ব বিলে জেডিইউ সমর্থন করতেই নীতীশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রশান্ত কিশোর

নাগরিকত্ব বিল উভয় কক্ষে পাশ হলে অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারি হোক, দাবি মার্কিন কমিশনেরনাগরিকত্ব বিল উভয় কক্ষে পাশ হলে অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারি হোক, দাবি মার্কিন কমিশনের

English summary
center is set to target share the GST of the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X