For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানে উঠে এই কাজগুলি করলে জারি হতে পারে নিষেধাজ্ঞা, নো-ফ্লাই লিস্ট প্রকাশ কেন্দ্রের

বিমানে যাত্রীদের অভব্য আচরণ রুখতে এবার একটি নো-ফ্লাই লিস্ট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার, তিনটি পর্যায়ের এই তালিকায় সবথেকে কঠিন শাস্তি তৃতীয় লেভেলের অপরাধে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বিমানে যাত্রীদের অভব্য আচরণ রুখতে এবার একটি নো-ফ্লাই লিস্ট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। তিনটি পর্যায়ের এই তালিকায় সবথেকে কঠিন শাস্তি তৃতীয় লেভেলের অপরাধে। সেক্ষেত্রে ২ বছর পর্যন্ত বিমান যাত্রায় নিষেধাজ্ঞা জারি হতে পারে। সেইসঙ্গে কোনও এক ব্যক্তিবিশেষের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিযোগ দায়ের করে তাহলে তাকেও নো ফ্লাই লিস্টের আওতাভুক্ত করা হতে পারে।

বিমানে উঠে এই কাজগুলি করলে জারি হতে পারে নিষেধাজ্ঞা, নো-ফ্লাই লিস্ট প্রকাশ কেন্দ্রের

কয়েকমাস আগেই বিমানে উঠে এক বিমানকর্মীকে মারধর করায় শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়েকওয়াড়কে নো-ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করে এয়ার ইন্ডিয়া। কিন্তু ভারতে নো-ফ্লাই লিস্ট নিয়ে কোনও আইন না থাকায় দিন কয়েকের মধ্যেই সেই নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়। তারপর থেকেই এদেশেও নির্দিষ্ট নো-ফ্লাই লিস্ট তৈরির উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। অবশেষে তিনটি স্তরের নো- ফ্লাই লিস্ট তৈরি করল কেন্দ্র। তিনটি ধাপে এই নো-ফ্লাই লিস্টের লেভেল -থ্রি-তেই সবচেয়ে বেশি কড়াকড়ি।

বিমানে উঠে এই কাজগুলি করলে জারি হতে পারে নিষেধাজ্ঞা, নো-ফ্লাই লিস্ট প্রকাশ কেন্দ্রের

এরপরই আছে লেভেল - ২। লেভেল টু পর্যায়ের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৬ মাস পর্যন্ত বিমানে নিষেধাজ্ঞা ।

বিমানে উঠে এই কাজগুলি করলে জারি হতে পারে নিষেধাজ্ঞা, নো-ফ্লাই লিস্ট প্রকাশ কেন্দ্রের

শুনতে লঘু মনে হলেও লেভেল ওয়ানেও শাস্তির একেবারে কম নয়। যাঁরা নিয়মিত বিমানযাত্রা করেন, তাঁরা এই ধরনের অভব্য আচরণ করলে বিপদে পড়তে পারেন।

বিমানে উঠে এই কাজগুলি করলে জারি হতে পারে নিষেধাজ্ঞা, নো-ফ্লাই লিস্ট প্রকাশ কেন্দ্রের

কারও বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তাঁকে নো-ফ্লাই লিস্টে ফেলা হবে কিনা তা ঠিক করবে অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে গঠিত কমিটি। অভিযোগ জমা পড়ার ৩০দিনের মধ্যেই এই বিষয়টির নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু।

তবে নো-ফ্লাই নিষেধাজ্ঞা থাকলেই যে আইনি কোনও ব্যবস্থা নেওয়া হবে না তা নয়। আইনানুগ ব্যবস্থার পাশাপাশি নো-ফ্লাই নিষেধাজ্ঞাও জারি থাকবে বলে জানিয়েছেন অশোক গজপতি রাজু।

[আরও পড়ুন: এই পরিচয়পত্রগুলি না থাকলে এবার থেকে 'বুক' করা যাবে না বিমানের টিকিট][আরও পড়ুন: এই পরিচয়পত্রগুলি না থাকলে এবার থেকে 'বুক' করা যাবে না বিমানের টিকিট]

English summary
Center brings new no fly list for offences inside flight, level 3 becomes the toughest among 3, it carries a ban of upto 2 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X