For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোপনীয়তারক্ষার অধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের

সরকার যাই দাবি করুক, গোপনীয়রক্ষার অধিকার নিয়ে সুপ্রিমকোর্টের রায় আদৌ কেন্দ্রের পক্ষে যায়নি। এমনই মন্তব্য করলেন প্রাক্তন অ্য়াটর্নি জেনারেল মুকুল রোহতগি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সরকার যাই দাবি করুক, গোপনীয়রক্ষার অধিকার নিয়ে সুপ্রিমকোর্টের রায় আদৌ কেন্দ্রের পক্ষে যায়নি। এমনই মন্তব্য করলেন প্রাক্তন অ্য়াটর্নি জেনারেল মুকুল রোহতগি। তিনি যদি অ্যাটর্নি জেনারেলের পদে থাকতেন তাহলে তিনি একথাই বলতেন যে কেন্দ্রীয় সরকার মামলা হেরে গিয়েছে।

[আরও পড়ুন:ব্যক্তি স্বাধীনতা নিয়ে বাবার রায়কেই ছুঁড়ে ফেলে দিলেন বিচারপতি ছেলে][আরও পড়ুন:ব্যক্তি স্বাধীনতা নিয়ে বাবার রায়কেই ছুঁড়ে ফেলে দিলেন বিচারপতি ছেলে]

গোপনীয়তারক্ষার অধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের

গত সপ্তাহেই এক ঐতিহাসিক রায়ে গোপনীয়তারক্ষাকে মৌলিক অধিকারের তকমা দিয়েছে সুপ্রিমকোর্টর ৯ সদস্যের বেঞ্চ। এই রায় ঘোষণার পরই কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, কেন্দ্রই নাকি গোপনীয়তারক্ষার অধিকারের হয়ে সোচ্চার হয়েছিল। এই রায় আদৌ কেন্দ্রীয় সরকারের কাছে ধাক্কা বলে মানতে চাননি তিনি।

প্রাক্তন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই রায়কে ঐতিহাসিক বলা হচ্ছে ঠিকই, কিন্তু এই রায় আসলে 'প্যান্ডোরার বাক্স' খুলে দেবে। এবার আরও বেশ কয়েকটি বিষয়কে মৌলিক অধিকারে সামিল করার দাবি উঠতে পারে। একইসঙ্গে সুপ্রিমকোর্টের এই রায় সংসদের কাছে অসন্তোষজনক বলেও ব্যাখ্যা করেছেন মুকুল রোহতগি। তিনি বলেন, গোপনীয়তারক্ষা মৌলিক অধিকার কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার কথা সংসদের। কিন্তু আদালত সংসদের কাজে হস্তক্ষেপ করেছে।

তিনি বলেন, এই রায়ে আধার নিয়ে কোনও সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এবিষয়ে ১৯৫৪ সালে সুপ্রিমকোর্টের রায়ও বদলে গিয়েছে, তাহলে কেন্দ্রীয় সরকারের জয় হল কীভাবে।

English summary
center has lost right to privacy case, says former ag mukul rohatgi, the judgement could open pandora's box, added rohatgi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X