For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলায় করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি! ' অমিত শাহের মন্ত্রকের তুলোধোনা মমতা সরকারকে

পশ্চিমবঙ্গে করোনা টেস্টিং ইস্যুতে রাজ্যকে তুলোধোনা কেন্দ্রের! অমিত শাহের মন্ত্রক এবার ময়দানে

Google Oneindia Bengali News

করোনা ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত নিত্যদিনই নতুন মাত্রা পাচ্ছে। একদিকে, করোনার দানবীয় আস্ফালনে ভারত ৫০ হাজার আক্রান্তের দিকে যাচ্ছে। অন্যদিকে, করোনায় প্রথমে আক্রান্ত হলেও সঠিক সময়ে রাজ্যকে বিপর্যয় থেকে তুলে নিয়েছে কেরলের মতো রাজ্য। এদিকে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। যা নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক থেকে এলো চিঠি।

 তুমুল সমালোচনা!

তুমুল সমালোচনা!

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে একটি চিঠিতে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজ্য়ের মুখ্যসচিব রাজীব সিনহাকে পাঠানো এই চিঠিতে রোষের সুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভল্লা জানান, পশ্চিমবঙ্গে কোভিড ১৯ মোকাবিলায় টেস্টিং অত্যন্ত কম গতিতে হচ্ছে। রাজ্যের যা জন সংখ্যা তার তুলনায় অত্যন্ত কম হচ্ছে টেস্টিং। এছাড়াও রাজ্যে মৃতের সংখ্যা যে কেন্দ্রকে চিন্তায় রাখছে , তাও জানিয়েছেন চিঠিতে।

 মৃতের সংখ্যা নিয়ে বক্তব্য

মৃতের সংখ্যা নিয়ে বক্তব্য

অজয় ভল্লার চিঠিতে জানানো হয়েছে , পশ্চিমবঙ্গে যেভাবে কোভিড ১৯ এ মৃতের সংখ্যা বাড়ছে সেই তুলনায় টেস্টি কম হচ্ছে। 'ক্রাউড ক্লাস্টার' আরও টেস্টিং বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি রাজীব সিনহাকে জানান।

মৃতের সংখ্যা বেশি!

মৃতের সংখ্যা বেশি!

উল্লেখ্য, বেশ কয়েকটি পরিসংখ্যান দেখিয়েছে যে পশ্চিমবঙ্গে করোনার থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা দেশে সবচেয়ে কম। সেখানে মৃতের শতাংশও বেশি। কেন্দ্র জানিয়েছে বাংলায় ১৩.২ শতাংশ মৃত্যুর হার। যা কোনও একটি রাজ্যের বিচারে সবচেয়ে বেশি।

'খুব খারাপ নজরদারি'

'খুব খারাপ নজরদারি'

করোনার পরিস্থিতি মোকাবিলায় মমতা সরকারকে দুষে কার্যত একের পর এক তোপ দেগেছে কেন্দ্র। অমিত শাহের দফতরের পাঠানো চিঠিতে সাফ বলা হয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের 'খুব খারাপ নজরদারি' চলছে। এছাড়াও রোগা শনাক্তকরণ ও টেস্টিং ও খুব খারাপ পর্যায়ে হচ্ছে।

English summary
Center criticises West Bengal's Covid testing strategy, Rajiv Sinha gets letter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X