For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয় ধরাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন ধরন, নয়া রণকৌশল নির্ধারণে তৎপর কেন্দ্র

ভয় ধরাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন ধরন, নয়া রণকৌশল নির্ধারণে তৎপর কেন্দ্র

Google Oneindia Bengali News

দেশে ১০০কোটি টিকাকরণের রেকর্ড গড়েছে ঠিকই কিন্তু সেই রেকর্ড অসম্পূর্ণ থেকে গিয়েছে। কারণ এখনও ১১ কোটি মানুষ করোনার দুিট ডোজের টিকা পাননি। অর্থাৎ ১০০ কোটি টিকাকরণের রেকর্ড শুধু প্রথম ডোজের টিকার ক্ষেত্রে হয়েছে। ২টি ডোজের টিকাকরণ হয়নি সকলের। এদিকে আবার ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন রকমের ধরন হানা দিয়েছে দেশে। ইতিনমধ্যে মধ্য প্রদেশ এবং মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন একাধিক ব্যক্তি। পরিস্থিতি মোকাবিলায় আগামিকাল রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ডাকল কেন্দ্র।

ডেল্টার নতুন প্রজাতি

ডেল্টার নতুন প্রজাতি

ডেল্টা প্লাসের পর ডেল্টা ভ্যারিয়েন্টের আবার নতুন এক প্রজাতির সন্ধান মিলেছে দেশে। যাকে বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট এ ওয়াই ৪.২। মধ্য প্রদেশ এবং মহারাষ্ট্রে একাধিক ব্যক্তির শরীরে এই প্রজাতির ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটেছে। মধ্যপ্রদেশের ইন্দোরে ৭ জনের শরীরে দেখা মিলেছে ডেল্টার এইউ বিশেষ প্রজািতর করোনা সংক্রমণ। তার মধ্যে দুই সেনা অফিসারও রয়েছে। মহারাষ্ট্র ১ শতাংশ ব্যক্তির শরীরে এই ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন প্রজাতির সন্ধান মিলেছে। নতুন করে এই প্রজাতি ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। গবেষকরা প্রাথমিক ভাবে দাবি করেছেন এই ডেল্টার এই প্রজাতি আরও বেশি ভয়ঙ্কর।

বৈঠক ডাকল কেন্দ্র

বৈঠক ডাকল কেন্দ্র

একদিকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন প্রজাতির সংক্রমণ। আরেকদিকে এখনও ১১ কোটি মানুষের করোনার সেকেন্ড ডোজের িটকাকরণ হয়নি। এই পরিস্থিতিতে আগামিকাল রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, দিল্লির বিজ্ঞান ভবনে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের ডাকা হয়েছে। সেখানে কোন কোন রাজ্যে কতজনের করোনার সেকেন্ড ডোজ বাকি রয়েছে এবং কতজন এখনও করোনা টিকার প্রথম ডোজ নেননি তা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

১০০ কোটির টিকাকরণ

১০০ কোটির টিকাকরণ

১০০ কোটির টিকাকরণের মাইন্ডস্টোন ছুঁয়েছে ভারত। এখনও অনেকটা পথ বাকি। ১১ কোটির দুটি ডোজের টিকাকরণ এখনও পর্যন্ত হয়নি। সেটা কোন কারণে হয়নি তার সন্ধান নিজেই রাজ্যগুলির সঙ্গে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। এদিকে করোনা পরিস্থিতি একাধিক রাজ্যে বাড়ছে। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। নাইট কার্ফুও কড়া করা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক বাজার নির্দিষ্ট সময় খোলা বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে।

মোদীর বার্তা

মোদীর বার্তা

১০০ কোটি টিকাকরণের মাইল স্টোন ছোয়ার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে বার্তা দেন। সেখানে তিনি বলেন আত্মনির্ভর ভারত প্রথম ধাপ এগোল। দেশে করোনা টিকা তৈরি হওয়ার কারণেই ১০০ কোটি মানুষের টিকাকরণ ৬ মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। আগে বিদেশ থেকে টিকা আমদানি করত ভারত। এখন টিকা তৈরি হচ্ছে দেশেই। এই নিয়ে ভারতের প্রশংসা করেছে একাধিক দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে ভোকাল ফর লোকাল হওয়ারও বার্তা দিয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavaccine update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X