For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রমরমিয়ে চলছে ভুয়ো খাদি সামগ্রির বিপণন, অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলকে সতর্ক করল কেন্দ্র

রমরমিয়ে চলছে ভুয়ো খাদি সামগ্রির বিপণন, অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলকে সতর্ক করল কেন্দ্র

Google Oneindia Bengali News

অনলাইনে রমরমিয়ে চলছে খাদি সামগ্রি বিক্রি। এই নিয়ে নড়েচড়ে বসল মোদী সরকার। অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল সহ একাধিক ইকমার্স সংস্থাকে এই নিয়ে সকর্ক করল কেন্দ্র। ইতিমধ্যেই খাদির নাম বেআইনি ভাবে ব্যবহার করার জন্য ১০০০টি সংস্থাকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

রমরমিয়ে চলছে ভুয়ো খাদি সামগ্রির বিপণন

অনলাইনে খাদি সামগ্রির বিক্রি বেড়ে গিয়েছে গত কয়েক বছরে। করোনা কালে সেটা আরও বেড়েছে। খাদি মাস্ক, খাদি সামান, শ্যাম্পু, হার্বাল মেহেন্দি থেকে শুরু করে পোশাক সব বিক্রি হচ্ছে। খাদি নামের ট্যাকে। কিন্তু অধিকাংশই বেআইনি ভাবে খাদি নাম ব্যবহার করা হচ্ছে। ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিলের মতো নামি ই-কমার্স সংস্থায় রমরমিয়ে বিক্রি হচ্ছে সেই সব সামগ্রি।

এই নিয়ে প্রায় ১০০০টি সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছে কেন্দ্র। তার সঙ্গে ই-কমার্স সংস্থাগুলিকেও এই নিয়ে সতর্ক করা হয়েছে। এমনকী ফ্যাব ইন্ডিয়াকেও নোটিস পাঠানো হয়েছে। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ তলব করা হয়েছে ফ্যাব ইন্ডিয়ার কাছে। এছাড়াও খাদি এসেনসিয়ালস এবং খাদি গ্লোবাল নামে দুটি সংস্থাকে গত মাসে নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

English summary
Center alert Amazon, Flipkart and Snapdeal to stop selling fake Khadi products
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X