For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটছে জট! প্রাথমিক পর্যায়ে ১ কোটি স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের লক্ষ্যমাত্রা কেন্দ্রের

প্রাথমিক পর্যায়ে ১ কোটি স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের লক্ষ্যমাত্রা কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধের মাঝেই টিকাকরণের পদ্ধতি, টিকা প্রদান সহ ইতিমধ্যেই মোদী সরকারের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে করোনা মোকাবিলায় মঙ্গলবারই মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরী বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার আগেই করোনার প্রাথমিক টিকাকরণ নিয়ে কাটল বেশ কিছুটা ধোঁয়াশা।

প্রাথমিক পর্যায়ে করোনা টিকা পাবেন ১ কোটি স্বাস্থ্যকর্মী

প্রাথমিক পর্যায়ে করোনা টিকা পাবেন ১ কোটি স্বাস্থ্যকর্মী

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের উচ্চপদস্থ কর্মীদের মতে টিকাকরণ নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক খসড়াও প্রস্তুত করে ফেলেছে সরকার। তাদের মতে করোনা টিকা বাজারে আসার পরেই প্রাথমিক পর্যায়ে ১ কোটি স্বাস্থ্যকর্মীদের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার। এনকী ইতিমধ্যেই তাদের চূড়ান্ত তালিকাও তৈরি হয়ে গিয়েছে।

বছর ঘুরতেই হাতে আসছে করোনা টিকা

বছর ঘুরতেই হাতে আসছে করোনা টিকা

এদিকে আশার কথা এই যে অক্সফোর্ড সহ দেশি-বিদেশি একাধিক সংস্থাই জানাচ্ছে ডিসেম্বর বা খুব দেরি হলে আগামী বছরের শুরুতেই পাকাপাকি ভাবে দেখা মিলবে করোনা ভ্যাকসিনের। এদিকে ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেই বড় মাত্রা করোনা টিকার ডোজের অর্ডারও সেরে রেখেছে ভারত। কিন্তু তার কতটা হতে আসবে তা আগামী তিন-চার মাসের আগে পরিষ্কার হবে না।

কোন কোন পর্যায়ে ১৩৫ কোটি মানুষের টিকাকরণ ?

কোন কোন পর্যায়ে ১৩৫ কোটি মানুষের টিকাকরণ ?

অন্যদিকে ভারতের প্রায় ১৩৫ কোটি মানুষের টিকাকরণ পদ্ধতিই বা কী হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই ক্রমাগত জলঘোলা হতে দেখা যাচ্ছিল। অনেক সরকারি আধিকারিকদের মতেই প্রথমে করোনা মোকাবিলায় প্রথমসারির যোদ্ধা যেমন ডাক্তার,নার্স ও স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তারপর টিকা পাবেন বযষ্করা। পরবর্তীতে বাকীরা। এমনকী গোটা প্রক্রিয়া শেষ হতে দু-বছরেও বেশি সময় লেগে যেতে পারে বলে মত অনেক বিশেষজ্ঞরই।

প্রাপকদের তালিক সরবরাহ করেছে প্রায় ৯২ শতাংশ হাসপাতাল

প্রাপকদের তালিক সরবরাহ করেছে প্রায় ৯২ শতাংশ হাসপাতাল

এদিকে স্বাস্থ্য কর্মীদের টিকাকরণ সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, "টিকা প্রদানের প্রাপক চিহ্নিতকরণে আমরা রাজ্যগুলির কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। সমস্ত রাজ্যে থেকে প্রায় ৯২ শতাংশ সরকারি হাসপাতালের তথ্য সরবরাহ করেছে। বেসরকারি হাসপাতালগুলিও প্রায় ৫৬ শতাংশ তথ্য সরবরাহ করেছে। এরপরেই আমরা পরবর্তী পদক্ষেপের দিকে এগোচ্ছি।" এমতাবস্থায় মঙ্গলবারের জরুরী বৈঠকে টিকাকরণ নিয়ে মোদী নতুন কোনও সিদ্ধান্তের কথা জানান কিনা এখন সেটাই দেখার।

করোনা ভাইরাস নিয়ে দুটি বৈঠক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের! বৈঠকের আগে ভ্যাকসিন নিয়ে সরব মমতাকরোনা ভাইরাস নিয়ে দুটি বৈঠক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের! বৈঠকের আগে ভ্যাকসিন নিয়ে সরব মমতা

English summary
center aims to vaccinate 10 million health workers-at an early stage to combat coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X