For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলি উদযাপনে ভোরবেলায় বাজি ফাটাতে বাধ্য হলেন এঁরা !কেন জানেন, দেখে নিন উৎসবের ছবি

বিধির গেরোয় ভোরবেলায় বাজি ফাটিয়ে দীপাবলির উদযাপন ! নরকাসুর দহনের মাধ্যমে শুরু উৎসবের প্রস্তুতি, দেখুন ছবি

  • |
Google Oneindia Bengali News

দেশের কোনও অংশে আজ পালিত হচ্ছে নরকচতুর্থী কোথাওবা পালিত হচ্ছে ভূত চতুর্দশী। আর এই পার্বনের মধ্য দিয়েই দেশের বিভিন্ন অংশে প্রাক দীপাবলির উদযাপন শুরু। এদিকে, আতশবাজি থেকে শব্দ বাজি ঘিরে বিশেষ বিধিনিষেধ রয়েছে এবছর। তাই কোথাও ভোরবেলাতেই বাজি ফাটানোর আনন্দ ধরা পড়স, কোথাও আবার সকাল বেলাতেই নরকাসুর দহনের মাধ্যমে পুজো প্রস্তুতি শুরু হল।

ভোর ৬ টায় বাজি ফাটানো!

তামিলনাড়ু প্রশাসনের বিশেষ বিধি জারি হয়েছে দীপাবলি উপলক্ষ্যে। বিধি অনুযায়ী ভোর ৬ টা থেকে ৭ টা আর সন্ধ্যে ৭ টা থেকে ৮ টার মধ্যে বাজি ফাটাতে হবে। আর সেই কারণে, চেন্নাইয়ের রাস্তায় ভোর থেকেই বাজি ফাটানোর আয়োজনে মেতে ওঠেন অনেকে।

ভোরবেলায় নরকাসুর দহন!

নরকচতুর্থীর দিন গোয়ার পানাজিতে নরকাসুর দহনের পর্ব দিয়ে শুরু হয় উৎসবের প্রস্তুতি।

মুরুগনের মন্দিরে পুজো

চেন্নাইয়ে মুরুগনের মন্দিরে পুজো ঘিরে সকাল থেকেই শুরু উদযাপন। মন্দিরে ভিড় জমছে দর্শনার্থীদের।

অযোধ্যায় দীপোৎব

দীপমালায় সাজতে চলেছে আজ অযোধ্য়া।উত্তরপ্রদেশ সরকার দীপাবলি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, যা ঘিরে রীতিমত চড়ছে উৎসবের উত্তেজনার পারদ।

কলকাতার বোসপুকুরের পুজো

কলকাতার বোসপুকুরের পুজো

কলকাতার বোসপুকুর ইয়ং সার্কেল ক্লাবের পুজো এই বছর ৪৮ তম বর্ষে পা রাখল। এই পুজোর এই বছরের থিম মিশর। ক্রমেই পুজো ঘিরে বাড়ছে দর্শনার্থীদের ঢল।

[আরও পড়ুন: বেঙ্গালুরুতে ঐতিহ্য মেনে দীপাবলির আনন্দে মেতে ওঠেন 'প্রবাসী বাঙালি' সঙ্গীতা! পাশে থাকে পরিবার ][আরও পড়ুন: বেঙ্গালুরুতে ঐতিহ্য মেনে দীপাবলির আনন্দে মেতে ওঠেন 'প্রবাসী বাঙালি' সঙ্গীতা! পাশে থাকে পরিবার ]

English summary
People in Coimbatore burst firecrackers on #Diwali, today. Tamil Nadu govt has allowed bursting of firecrackers between 6 am & 7 am and 7 pm & 8 pm during the festival.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X